• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে হতেই শুরু রূপের নোংরামি, মেঘ মিথ্যে বলেনি এবার বুঝবে গিনি! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম ট্র্যাক

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Gini might see Rup’s real face after marriage

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি (Bengali Serial) এখন একেবারে জমে উঠেছে। একদিকে শত চেষ্টা সত্ত্বেও রূপ-গিনির বিয়ে আটকাতে পারেনি মেঘ। অপরদিকে ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নীল। একসঙ্গে পাঁচ-পাঁচটি জীবন নিয়ে এখন যেন ছেলেখেলা চলছে সিরিয়ালে। এবার এই ‘ইচ্ছে পুতুল’এই আসতে চলেছে আরও বড় টুইস্ট ।

চর্চিত এই ধারাবাহিকটি যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, গিনির (Gini) জীবন নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে বহুবার অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছে মেঘকে (Megh)। ময়ূরীর চক্রান্তে রূপ-মেঘের নাম জড়িয়ে নোংরা অপবাদ পর্যন্ত দিয়েছে গাঙ্গুলী পরিবারের সদস্যরা। কিন্তু তা সত্ত্বেও মেঘ হার মানেনি। ময়ূরীকে (Mayuri) দিয়ে সব সত্যি স্বীকার করিয়েছিল সে। কিন্তু কোথায় কী! ফের এখন সেই মিথ্যেবাদী ময়ূরীর কথায় ফেঁসে মেঘকেই দোষী ভাবছে নীলের (Neel) পরিবারের লোকেরা।

Zee Bangla Bengali serial Icche Putul Neel considers himself as villain

শুধু তাই নয়, মেঘ বারবার বারণ করা সত্ত্বেও লম্পট রূপের (Rup) সঙ্গেই গিনির বিয়ে দিচ্ছে গাঙ্গুলী বাড়ির সদস্যরা। ইতিমধ্যেই রূপ-গিনির বিয়ের (Marriage) পর্ব দেখানোও শুরু হয়ে গিয়েছে। তবে আসল টুইস্ট আসতে চলেছে গিনির বিয়ের পর। কারণ শ্বশুরবাড়ি গিয়েই সে নিজের স্বামীর আসল চেহারা দেখতে পাবে।

আরও পড়ুন- অসভ্যের মতো আচরণ করছে নীল! চরিত্র নিয়ে কাটাছেঁড়া করতেই জিষ্ণুকে মনের কথা জানাল মেঘ

কয়েকদিন আগে একটি নামী ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন ‘ইচ্ছে পুতুল’ টিমের কলাকুশলীরা। সেখানেই পর্দার রূপ-গিনিকে বলতে শোনা যায়, তাদের বিয়েটা কিছুতেই আটকানো যাবে না। কিন্তু সেই সঙ্গেই এটাও বোঝা যায় যে বিয়ের পরেই রূপের হাতে লাঞ্ছিত হতে হবে গিনিকে।

Icche Putul, Icche Putul Rup and Gini marriage

আরও পড়ুন- ফাঁকা বাড়িতে শতদ্রুর সঙ্গে নোংরামি চলছে! শিমুলের চরিত্রের দিকে আঙুল তুলল পরাগ, ফাঁস ধামাকা পর্ব

জানা গিয়েছে, ‘ইচ্ছে পুতুল’এ দেখানো হবে, বিয়ে হতে না হতেই রূপের কাছে অপমানিত, অত্যাচারিত, লাঞ্ছিত হবে গিনি। আস্তে আস্তে তার সামনে খুলে যাবে দুশ্চরিত্র স্বামীর মুখোশ। সেই সঙ্গেই গিনি বুঝবে, মেঘ মিথ্যে কথা বলেনি। দুর্দশা থেকে বাঁচতে কি সেই মেঘের দ্বারস্থই হবে গিনি? শত অপমানের পর ননদের বিপদে কি পাশে দাঁড়াবে মেঘ? উত্তর পাওয়া যাবে সিরিয়ালের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥