• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসভ্যের মতো আচরণ করছে নীল! চরিত্র নিয়ে কাটাছেঁড়া করতেই জিষ্ণুকে মনের কথা জানাল মেঘ

Published on:

Iccheputul serial Neel again Insults Megh after that she asks Jishnu for lifetime friendship

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রসারিত বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে এই মুহূর্তে বিশেষভাবে নজর কাড়ছে ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। এই সিরিয়ালের নায়িকা মেঘ (Megh) প্রথম থেকে তার দিদি ময়ূরীর (Mayuri) চক্রান্তের শিকার। ছোটবেলা থেকেই ময়ূরী মেঘকে অপদস্থ করে আসছে। নিজে সবার সমস্ত আকর্ষণ পেতে নিজের বোন মেঘকেই সারাক্ষণ কোণঠাসা করে রেখে দিয়েছে ময়ূরী।

সম্পর্কে নিজের দিদি হলেও ময়ূরী আসলে মেঘের চরম শত্রু। শুরুর দিকে সবটা বুঝেও নিজের দিদি বলেই মুখ বন্ধ রাখত মেঘ। কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। তাই সেই সহ্যের সীমা অতিক্রম করতেই মেঘও এখন বেশ প্রতিবাদী হয়ে উঠেছে।  এখন মেঘকে  যাচ্ছেতাই ভাবে  অপমান করে চলেছে নীল (Neel)।  যার ফলে দর্শকদের চোখে এখন নায়ক থেকে খলনায়ক হয়ে গিয়েছে  প্রফেসর সৌরনীল গাঙ্গুলি।

Iccheputul serial Neel again Insults Megh after that she asks Jishnu for lifetime friendship

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে ধারাবাহিকে চলছে সৌরনীলের বোন গিনির সাথে লম্পট রূপের বিয়ের পর্ব। সেই বিয়েতে প্রথমে আসতে না চাইলেও নীলের ঠাম্মির অনুরোধেই এসেছিল মেঘ। কিন্তু সেখানে এসেও আবার সবার  সামনেই মেঘকে যাচ্ছে তাই হবে অপমান করা শুরু করে  নীল।

আরও পড়ুন: অতীত ভুলে দেবলীনার সঙ্গে নতুন শুরু! বিয়ের ছবিতে তুলকালাম হতেই মুখ খুললেন ভাস্বর চট্টোপাধ্যায়

আগামী পর্বে দেখা যাবেমেঘ জিষ্ণুর সাথে দেখা করবে জানতে পেরেই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছে নীল। তাই বাড়ি লোকের সামনেই ‘মেঘের চরিত্রের ঠিক নেই’ বলে  যাচ্ছেতাই ভাবে অপমান করে নীল। জিষ্ণুর সাথে সম্পর্ক নিয়ে কুরুচিকর মন্তব্য করতেও ছাড়েনি নীল। যদিও এদিনও মেঘের পাশে দাঁড়াবে তার বাবা। উচিত জবাব দিয়ে এদিনও নীলের  মুখ বন্ধ করিয়ে দেবে মেঘের বাবা।

আরও পড়ুন: ‘হোম ব্রেকার’ তকমা থেকে মুক্তি! রাহুল-প্রিয়াঙ্কা এক হওয়ার পর প্রতিক্রিয়া দিলেন সন্দীপ্তা

https://youtu.be/RvuJh3xOUCc?si=rlvnXxLDaXK-WjEQ

এসবের পর নীল গিয়ে ময়ূরীর কাছে বলবে, সে তার সাথে সুখী হতে চায়, বাকি জীবন তার সাথেই থাকতে চায়। যা শুনে খুব আনন্দ হয় ময়ূরীর। অন্যদিকে নীলের থেকে চরম অপমানিত হয়ে মেঘ জিষ্ণুর কাছে জানতে চায় কোন রকম সম্পর্কের জটিলতা, কিংবা চাওয়া পাওয়ার হিসাব ছাড়াই সে সারা জীবন এভাবেই  তার বন্ধু হয়ে থাকবে কিনা? তাই এখন আগামী দিনে কোন দিকে মোড় নেয় ইচ্ছেপুতুলের গল্প।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥