• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিসিটিভি ফুটেজেই পর্দাফাঁস, পুলিশের কাছে ধরা পড়বে ময়ূরী! ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব না দেখলেই নয়

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Gini Jishnu reveals Mayuri’s plans

মেঘের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে কখনও ক্লান্ত হয় না ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) ময়ূরী। নীলকে আপন করার জন্য অতীতে বহুবার নিজের বোনকে অপদস্থ করেছে সে। মেঘের চরিত্র নিয়েও টানাটানি করেছে। এবারও জিষ্ণুর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ককে নোংরামির নাম দেওয়ার চেষ্টা করেছিল সে। তবে শেষ পর্যন্ত ভেস্তে গেল সব প্ল্যান!

জি বাংলার (Zee Banla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী এবং রূপ মিলে মেঘের অনেক বড় ক্ষতি করেছে। মেঘ যাতে মাথা উঁচু করে কারোর সামনে আর না দাঁড়াতে পারে, তার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে দু’জনে। তবে প্রত্যেকবারের মতো এবার আর মেঘকে সন্দেহ করেনি নীল। সমাজের চোখে মেঘকে (Megh) ছোট করতে পারলেও অনিন্দ্য, মধুমিতা, নীল থেকে শুরু করে সম্পূর্ণ গাঙ্গুলী পরিবার তার পাশে রয়েছে।

ইচ্ছে পুতুল মেঘের জন্য জিষ্ণুর কাছে গিনি Icche Putul Gini and Jishnu come together to save Megh

গিনি আগেই বলেছিল, মেঘকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। এরপর সে জিষ্ণুর সঙ্গে কথা বলে বুঝতে পারে এসব কিছুর পিছনে রূপ রয়েছে। এরপর গিনির সঙ্গে কথার বলা নীল বুঝতে পারে, রূপ একা নয়, ময়ূরীও এই ষড়যন্ত্রে শামিল। সেই জন্য এবার দু’জনের পর্দাফাঁস করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে গিনি আর জিষ্ণু।

আরও পড়ুনঃ সিনেমা ছেড়ে সোজা ছোটপর্দায়! ৮ বছর পেরিয়ে সিরিয়ালে কামব্যাক করছেন টলিপাড়ার লাস্যময়ী নায়িকা

সেদিন রিসর্টে ঠিক কী হয়েছিল তা জানার জন্য প্রথমে সিসিটিভি ফুটেজ বের করে তারা। আর সেখানেই ফাঁস হয়ে যায় যাবতীয় কুকীর্তি। ওয়েলকাম ড্রিঙ্কে মাদক দ্রব্য মেশানো থেকে শুরু করে মেঘের ঘরের জলের পাত্রে মদ মেশানো- সব কিছু ফুটে ওঠে সিসিটিভি ফুটেজে।

Icche Putul Jishnu and Gini

আরও পড়ুনঃ পরাগকে ডিভোর্স দিয়ে শতদ্রুর কাছে শিমুল, কেঁদে ভাসাচ্ছে মধুবালা! টিভির আগেই ফাঁস আসন্ন পর্ব

ধরা পড়ে যেতেই ভয়ে গলা শুকিয়ে যায় রিসর্টের ম্যানেজারের। নিজের পিঠ বাঁচাতে সে আসল অপরাধীদের নাম ফাঁস করে দেয়। তখনই প্রমাণিত হয়ে যায়, এই ঘটনার পিছনে আসলে রূপ-ময়ূরীই রয়েছে। যদিও প্রত্যেকবারের মতো এবারও সবটা অস্বীকার করে ময়ূরী। তবে সে যে ফের মিথ্যে বলছে তা বুঝতে বাকি থাকে না কারোর। দর্শকদের অনুমান মতো যদি সত্যি সিরিয়ালে এমন কিছু দেখানো হয়, তাহলে কেমন লাগবে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥