• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমা ছেড়ে সোজা ছোটপর্দায়! ৮ বছর পেরিয়ে সিরিয়ালে কামব্যাক করছেন টলিপাড়ার লাস্যময়ী নায়িকা

চলতি বছর স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার পর্দায় একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। বর্ষশেষের আগেও এই দুই চ্যানেলে দু’টি নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। একদিকে জি বাংলায় শুরু হবে ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং অন্যদিকে স্টার জলসার পর্দায় শুরু হবে ‘কথা’ (Katha)। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে মিস গোবরদেবীর সিরিয়ালের সম্প্রচার।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘কথা’র প্রোমো। বহুদিন পর এই ধারাবাহিকের (Bengali Serial) হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করছেন সাহেব ভট্টাচার্য। বিপরীতে দেখা যাবে সুস্মিতা দে-কে। গত মাসে প্রকাশ্যে এসেছিল এই মেগার প্রথম প্রোমো। দিন কয়েক আগে প্রকাশ্যে আসে ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো। সেখানে দেখা মিলেছে, টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেত্রীর।

   

Katha serial promo

সিরিয়ালের নায়িকা কথা হল গাছ পাগল মেয়ে। গাছের পরিচর্যা করতে করতেই কেটে যায় তার সারাদিন। আর বিয়ের কথা শুনলেই তেলেবেগুনে জ্বলে ওঠে সে। কথার ধারণা, পুরুষ মানেই বিশ্বাসঘাতক। অপরদিকে ধারাবাহিকের নায়ক অগ্নিভ হল সেলিব্রিটি শেফ। রান্না করতে সে এতখানি ভালোবাসে যে বহু জরুরি কথাও মনে রাখতে সে ভুলে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে, একেবারে দুই ভিন্ন মেরুর মানুষ কথা এবং অগ্নিভ।

 আরও পড়ুনঃ উড়ন্ত সিঁদুর ছুটন্ত মালা ফেল! ভুতে সিঁদুর পড়াচ্ছে সিরিয়ালে, ভিডিও দেখে মাথায় হাত দর্শকদের

ধারাবাহিকের দ্বিতীয় প্রোমোয় সাহেব এবং সুস্মিতার পাশাপাশি দেখা গিয়েছে টলি অভিনেত্রী মনামী ঘোষকে (Monami Ghosh)। সেখানে দেখা যাচ্ছে, অগ্নিভর হাতে রান্না খেতে রেস্তোরাঁয় এসেছেন মনামী। তাঁকে ইমপ্রেস করার জন্য খাবার তৈরির পাশাপাশি নিজের হাতে তা পরিবেশন করে দেয় অগ্নিভ।

Monami Ghosh in Katha serial promo

তবে খাবার সামনে আসতেই বদলে যায় মনামীর মুখের এক্সপ্রেশন। কারণ তাঁর নাকে ততক্ষণে চলে গিয়েছে গোবরের গন্ধ। কিন্তু খাবারের মধ্যে থেকে কীভাবে গোবরের গন্ধ আসছে তা বুঝতে পারে না অগ্নিভ। সেই জন্য সে বাইরে গিয়ে দেখতে থাকে। তখন দেখে গাছের গোড়ায় সার দিচ্ছে মিস গোবরদেবী।

আরও পড়ুনঃ বুম্বাদাকে রক্ষা করতে সদা প্রস্তুত, প্রসেনজিৎ চ্যাটার্জির বডিগার্ডের মাইনে কত জানেন?

ব্যস এরপরেই শুরু হয়ে যায় কথা আর অগ্নিভর তুমুল অশান্তি। তা দেখে মনামী বলে ওঠেন, এরা তো দেখছি তেল আর জল। কখনও কি মিশ খাবে? আমি তো জানি না। ‘কথা’র দ্বিতীয় প্রোমোয় মনামীকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছেন দর্শকরা। স্টার জলসার আসন্ন এই সিরিয়ালে পার্শ্বচরিত্রে থাকবেন নাকি অতিথি হিসেবে মনামীকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।