• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগে অন্য মেয়ের সঙ্গে ফুর্তি, গিনির সামনে খুলবে রূপের মুখোশ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Gini gets suspicious of Rup

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে এখন হাইভোল্টেজ ড্রামা চলছে। রোজ সিরিয়ালের (Bengali Serial) কাহিনীতে কোনও না কোনও টুইস্ট আসছে। সম্প্রতি যেমন ময়ূরীর পর্দাফাঁস হয়েছে। প্রাণ বাঁচাতে নীলের (Neel) কাছে যাবতীয় দোষ স্বীকার করে নিয়েছে সে। শুধু তাই নয়, রূপ যে একটা নোংরা ছেলে সেকথাও জানিয়ে দিয়েছে ময়ূরী (Mayuri)। এরপর নীল বাড়ি ফিরে সবাইকে সেকথা বলে।

বাড়ির সবাইকে এক জায়গায় ডেকে নীল বলে, মেঘ (Megh) রূপের ব্যাপারে যা যা কথা বলেছিল সব আসলে সত্যি। যদিও গিনি (Gini) দাদার একটা কথাও বিশ্বাস করে না। সে ভাবে মেঘ এগুলো তার এবং রূপের (Rup) বিয়ে ভাঙার জন্য করছে। পাল্টা সে নীলকে বলে, রূপের সঙ্গে তার আশীর্বাদ না হলে সে নিজের হাত কেটে ফেলবে। গিনির কাণ্ডকারখানা দেখে বাড়ির সবাই বেশ ভয় পেয়ে যায়।

Icche Putul, Icche Putul Gini

তবে গতকালের পর্ব স্রেফ ট্রেলার ছিল, ‘ইচ্ছে পুতুল’র আসন্ন পর্ব আরও জমজমাট হতে চলেছে। কারণ আজকের পর্বে দেখানো হবে, এই প্রথম রূপকে নিয়ে গিনির মনে সন্দেহ জন্মেছে। কারণ হবু স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় সে পাশ থেকে অন্য একজন মেয়ের গলা পেয়ে যাবে।

আরও পড়ুনঃ বেঁচে থাকলে কেমন দেখাতো ‘মহানায়ক’কে? AI-র তৈরী উত্তম কুমারের ছবি দেখে বিস্মিত নেটপাড়া

Icche Putul, Icche Putul Gini and Rup

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখতে পাবেন, নিজের ঘরে এসে রূপকে ফোন করে গিনি। ওদিকে রূপ তখন নিজের অন্য এক প্রেমিকার সঙ্গে মজা করতে ব্যস্ত। খুব বিরক্তি সহকারে সে গিনির ফোন ধরে। রূপ যখন গিনির সঙ্গে ফোনে কথা বলছিল, ঠিক সেই সময়ই পাশ থেকে কথা বলে ওঠে রূপের প্রেমিকা। আর গিনি সেই গলার আওয়াজ শুনে নেয়।

আরও পড়ুনঃ প্রেম না থাকলে এক বিছানায় নয়! ওম-শ্রাবণের ‘লাভ বিয়ে আজকাল’র নতুন প্রোমো দেখে ‘থ’ নেটপাড়া

এত সকালে রূপের সঙ্গে কোন মেয়ে রয়েছে তা কিছুতেই বুঝে উঠতে পারে না সে। রূপকে জিজ্ঞেস করলেও সে কোনও সদুত্তর দেয় না। মনে মনে খানিক সন্দেহ হলেও অবশ্য গিনি নিজের আশীর্বাদের অনুষ্ঠান ক্যানসেল করবে না। নীলের বোনের এই বাড়বাড়ন্ত দেখে দর্শকদের একাংশ বেশ চটে গিয়েছেন। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় রূপ আর গিনির সম্পর্ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥