• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেঁচে থাকলে কেমন দেখাতো ‘মহানায়ক’কে? AI-র তৈরী উত্তম কুমারের ছবি দেখে বিস্মিত নেটপাড়া

Published on:

AI Genarated modern picture of Mahanayak Uttam Kumar

Uttam Kumar AI Genarated Images : বাংলা সিনে জগতের (Tollywood) এক উজ্জ্বল নক্ষত্র হলেন উত্তম কুমার (Uttam Kumar)। অভিনেতা পরলোক গমন করেছেন বহু বছর হয়ে গিয়েছে। কিন্তু নিজের অভিনয়ের মাধ্যমে আজও অনুরাগীদের মনে জীবিত আছেন তিনি। তাঁর মৃত্যুর এত বছর পরেও দ্বিতীয় ‘মহানায়ক’ (Mahanayak) পায়নি টলিউড। তাঁর ছেড়ে যাওয়া জায়গা আজও কেউ নিতে পারেনি। আর নেবেনই বা কীভাবে! টলিউডের উন্নতির পিছনে উত্তম কুমারের অবদান তো  নেহাত কম নয়।

এখন সময়ের সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গৌরব আগের থেকে কিছুটা কমে এসেছে। তবে একটা সময় ছিল যখন টলিউডের জনপ্রিয়তা ছিল গোটা বিশ্বে। স্বর্ণযুগের টলিউডের অন্যতম কারিগর ছিলেন উত্তম কুমার। আজও তাঁর নাম শুনলে তাই নস্ট্যালজিক হয়ে পড়েন সিনেপ্রেমী মানুষরা।

Uttam Kumar, Uttam Kumar death anniversary

শোনা যায়, একটা সময় ছিল দূরদর্শনে মাত্র একটি বাংলা চ্যানেলে সপ্তাহের একদিন বাংলা সিনেমার স্লট থাকতো। সেই সময় যে দিনগুলোয় উত্তম কুমারের সিনেমা দেখানো হতো, সেই দিনগুলোয় রাস্তাঘাট পুরো খাঁ খাঁ করতো। তবে আপনি কি কখনও ভেবেছেন ‘মহানায়ক’ উত্তম কুমার যদি আজকের দিনে জন্মাতেন তাহলে তাঁকে কেমন দেখতে হতো?

আরও পড়ুনঃ বোনই বোনের কষ্ট বোঝে! ‘অনুরাগের ছোঁয়া’য় সোনা-রূপার রাখি বন্ধন দেখে চোখ জুড়ালো দর্শকদের

Uttam Kumar, Uttam Kumar AI picture

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘মহানায়ক’র বেশ কিছু ছবি ভাইরাল (Viral) হয়েছে। উত্তম কুমার এখনকার সময় জন্মালে তাঁকে কেমন দেখতে হতো সেটাই দেখানো হয়েছে সেই ছবিগুলির মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টলিজেন্সের (AI) মাধ্যমে তৈরি সেই ছবিগুলি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নেটপাড়ায়। আর সেগুলি দেখে ফের একবার নস্ট্যালজিক হয়ে পড়েছে সিনেপ্রেমী বাঙালিরা।

আরও পড়ুনঃ ৯ মাস হল বোন নেই! রাখির দিনে ঐন্দ্রিলাকে মনে করে ভেঙে পড়লেন দিদি ঐশ্বর্য

সম্প্রতি পয়ব্রত রায় নামক এক ব্যক্তি সমাজমাধ্যমে এই ছবিগুলি পোস্ট করেন। এর মধ্যে কোনও ছবিতে বৃষ্টিস্নাত অবস্থায় ‘মহানায়ক’কে দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও আবার ব্লেজার পরে পুরোদস্তুর ব্যবসায়ী রূপে ধরা দিয়েছেন তিনি। কোনও ছবিতে আবার জ্যাকেট পরে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। উত্তম কুমারের এই নতুন লুক যে নেটিজেনদের বেশ মনে ধরেছে তা তাঁদের প্রতিক্রিয়া দেখেই পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥