• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম না থাকলে এক বিছানায় নয়! ওম-শ্রাবণের ‘লাভ বিয়ে আজকাল’র নতুন প্রোমো দেখে ‘থ’ নেটপাড়া

Published on:

Audience reaction on new bengali seril Love Biye Ajkal

Love Biye Aajkal New Promo : এক ঝাঁক বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভীড়ে এখন বেড়েই চলেছে প্রতিযোগিতা। তাই দর্শকরা যেমন নতুনত্ব  খুঁজছেন সিরিয়ালের নির্মাতারাও তেমনি বিষয়বস্তু হিসেবে বেছে নিচ্ছেন বিভিন্ন ধরণের ছক ভাঙা গল্প। প্রসঙ্গত বিয়ে মানেই সব সিরিয়ালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রাক। একটা সময় ট্রেন্ড ছিল সিরিয়ালের নায়ক নায়িকার বিয়ে নিয়ে যতটা সম্ভব সাসপেন্স তৈরি করা।

নিত্য নতুন মোড়  ঘোরানো পর্ব দিয়েই তাদের মিল দেখানো হতো। সেইসাথে বাংলা সিরিয়ালের দর্শক দেখেছেন উড়ন্ত-সিঁদুর,উড়ন্ত-মালা কিংবা লিপস্টিক বিয়ের মত বিভিন্ন ধরনের অতি নাটকীয় বিয়ে। তবে এখন সেই ট্রেন্ডও ভাঙতে শুরু করেছে। পরিবর্তে এখন শুরুতেই কোনো না কোনো ভাবে নায়ক নায়িকার বিয়ে দিয়েই গল্প শুরু হচ্ছে সিরিয়ালের। এবার এমনই এক দৃশ্য দেখা গেল স্টার জলসার নতুন ধারাবাহিক ‘লাভ আজকাল বিয়ে’-তে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,লাভ বিয়ে আজকাল,Love Biye Ajkal,ওম,Om,শ্রাবণ,Shraban,কন্ট্রাক্টের বিয়ে,Contract Marriage,দর্শক,Audience,প্রতিক্রিয়া,Reaction

এই সিরিয়ালের শুরুতেই দেখা গিয়েছে নায়ক নায়িকা ওম আর শ্রাবণের কন্ট্রাক্টের বিয়ে। আর সেইসাথে ফ্লাশব্যাকে দেখা গেল এই বিয়ের নেপথ্যের কারণ। ‘স্ক্যান্ডেল’ বারের মালিক ওমরকার। এই বারই রয়েছে তাঁর জীবন জুড়ে। কিন্তু তাঁর বন্ধু কম পার্টনার তাকে ঠকিয়েছে তাই এই বার বাঁচাতে তিন দিনের মধ্যেই তাঁর প্রযোজন ২৫ কোটি টাকা। সেই টাকা ওম তাঁর দাদুর কাছে চাইলে তিনি তাকে শর্ত দেন ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর নিপাট ঘরোয়া বাঙালি নাতবউ চাই।

আরও পড়ুনঃ চরিত্রটাই আসল, নায়ক হওয়ার বাসনাই হয়নি! রইল ‘গাঁটছড়া’র শুভ্রজিৎ দত্ত’র অজানা কাহিনী

অন্যদিকে ওমের এইবারেই বার সিঙ্গার হিসেবে গান গায় ‘রাতের প্রজাপতি’ শ্রাবণ। তার দিদি জেলে, আর দিদির দুই মেয়ের দায়িত্ব রয়েছে তার কাঁধে। তাই বারে গান গাইতে গিয়ে ওমের দেওয়া বেশি টাকার প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিলেও পরে নিজেই ৬ মাসের জন্য এই বিয়েতে রাজি হয়ে যায় শ্রাবণ। এরপর দেখা যায় কোর্টে কন্ট্রাক্টের বিয়েতে একগুচ্ছ শর্ত নিয়ে হাজির হয়েছে ওম আর শ্রাবণ দুজনেই।

Gantchora serial femous villain Subhrajit Dutta will takes entry in new serial Love Biye Ajkal

সেখানে দেখা যায় তারা দুজন দুজনের বিয়েতে শর্ত দেয় প্রেমে পড়া একেবারেই বারণ। তারপর ওমকার জানায়, ‘প্রযোজনে যে কোনও জায়গায় আমার স্ত্রী হিসাবে উপস্থিত থাকতে হবে তোমাকে’। এরপর শর্ত দেওয়া হয় ‘এক বিছানায় ঘুম নয়’, ‘শারীরিক সম্পর্ক থাকবে না!’ আর প্রেম? এমন সুন্দর পর্ব দেখিয়ে সিরিয়ালটি শুরুতেই  মন জয় করে নিয়েছে বাংলা সিরিয়াল দর্শকদের।

আরও পড়ুনঃ মেয়েটাকেও রেহাই দেয়নি! ‘হু ইজ কেকে’ বিতর্ক মনে পড়তেই কেঁদে ভাসালেন রূপঙ্কর

তাই কেউ লিখেছেন ‘ধামাকা পর্ব, এতো ছয় মাসের গল্প এক এপিসোডে দেখিয়ে দিল। পুরো সিনেমা মনে হচ্ছে’। এখন দেখার আগামীদিনে টি আর পি তালিকায় শুরুর দিকে থাকা সিরিয়ালগুলিকে ছাপিয়ে কতটা জায়গা করতে পারে ওম-শ্রাবণের এই মিষ্টি প্রেমের গল্প।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥