• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘকে বাঁচাতে কাছাকাছি, জিষ্ণুর হাত ধরে নতুন জীবন শুরু গিনির! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Published on:

ইচ্ছে পুতুল মেঘের জন্য জিষ্ণুর কাছে গিনি Icche Putul Gini and Jishnu come together to save Megh

ময়ূরীর পাতা ফাঁদে আবারও পা দিল ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) নীল। রূপের পর এখন জিষ্ণুকে নিয়ে মেঘকে ভুল বুঝছে সে। প্রথমে মেঘকে বিশ্বাস করলেও, ফের পুরনো ফর্মে হাজির হয়েছে নীল। গিনি হাজার বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে চায় না। মেঘের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করতে পারে তা মানতে নারাজ সে। এসবের মাঝেই ধারাবাহিকে এল দারুণ টুইস্ট।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকে (Bengali Serial) বর্তমানে দেখানো হচ্ছে, নীল আবার মেঘের দিকে ঝুঁকছিল দেখে হাত মেলায় রূপ আর ময়ূরী। মেঘের রায়চকের অনুষ্ঠানকে কাজে লাগায় তারা। জিষ্ণু এবং মেঘ একসঙ্গে গিয়ে একটি রিসর্টে ওঠে। সেখান থেকে তাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়। আর চালাকি করে সেই পানীয়ের মধ্যে মিশিয়ে দেওয়া হয় মাদক দ্রব্য।

Icche Putul serial Megh and Jishnu in hotel room

মাদক মেশানো সেই ড্রিঙ্ক পান করা মাত্রই ভুলভাল বকতে শুরু করে মেঘ (Megh)। এরপর প্ল্যান মাফিক সেখানে নীল এবং অনিন্দ্যকে নিয়ে আসে ময়ূরী। জিষ্ণু এবং মেঘকে একসঙ্গে দেখে সবাই ভুল বোঝে। নীল রাগের মাথায় জিষ্ণুকে মারতে যায়। জিষ্ণু (Jishnu) বারবার বলতে থাকে সে নির্দোষ। কিন্তু সবাই তাকে অবিশ্বাস করে।

আরও পড়ুনঃ হাতছাড়া চতুর্থ প্রেমিকও! শ্রাবন্তীকে ভুলে নতুন প্রেমিকায় মজলেন অভিরূপ, দেখুন ছবি

এরপর সম্পূর্ণ ঘটনা জানতে পারে গিনি। সে নীলকে (Neel) বারবার বোঝাতে থাকে মেঘকে আবারো ফাঁসানো হচ্ছে। কিন্তু নীল বলে, কে ফাঁসাতে চাইবে মেঘকে? শেষমেষ আর কোনও উপায় না দেখতে পেয়ে জিষ্ণুর কাছে হাজির হয় গিনি (Gini)

Icche Putul Jishnu and Gini

আরও পড়ুনঃ তারার গর্ভে আকাশের সন্তান, বোনের সাথে স্বামীর বিয়ে দেবে সন্ধ্যা! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

রায়চকের সেই রিসর্টে সেদিন ঠিক কী হয়েছিল? কে মেঘ আর জিষ্ণুর সম্পর্ককে কালিমালিপ্ত করার চেষ্টা করছে সেটা জানার জন্য এবার হাত মেলাবে গিনি আর জিষ্ণু। দর্শকদের অনুমান, মেঘকে বাঁচাতে গিয়েই হয়তো কাছাকাছি আসবে তারা। অপরদিকে গিনির ওপর কৃতজ্ঞতা জাহির করতে ফের নীলের কাছে ফিরে যাবে মেঘ। এবার দেখা যাক, দর্শকদের এই অনুমানের সঙ্গে ‘ইচ্ছে পুতুল’র আগামী ট্র্যাক মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥