• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতছাড়া চতুর্থ প্রেমিকও! শ্রাবন্তীকে ভুলে নতুন প্রেমিকায় মজলেন অভিরূপ, দেখুন ছবি

Published on:

Srabanti Chatterjee ex boyfriend Abhirup Nag Chowdhury shared photo with his new girlfriend

ব্যক্তিগত জীবনের সৌজন্যে বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তিন বিয়ে নিয়ে কম কটাক্ষ শুনতে হয় না নায়িকাকে। তৃতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরেই যেমন অভিরূপ নাগ চৌধুরীর (Abhirup Nag Chowdhury) সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। শোনা গিয়েছিল, রোশন সিংকে ভুলে এই ব্যবসায়ীকে মন দিয়েছেন টলি সুন্দরী।

অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেমের খবর শোনা গেলেও তা এক সময় উড়িয়ে দিয়েছিলেন দু’জনেই। যদিও একটা সময় প্রায়ই একসঙ্গে ক্যামেরাবন্দি হতেন দু’জনে। তাঁদের ঘনিষ্ঠতা দেখে অনেকেরই মনে হয়েছিল সত্যি সত্যিই হয়তো প্রেম করছেন তাঁরা। কিন্তু এরপর আচমকাই ক্যামেরার সামনে থেকে উধাও হয়ে যান দু’জনে। যা দেখে অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো সত্যি তাঁদের প্রেমের খবর ভুয়ো ছিল। কিংবা খুব কম দিনের জন্য তৈরি হয়েছিল শ্রাবন্তী-অভিরূপের সম্পর্ক। এখন আলাদা হয়ে গিয়েছে দু’জনের পথ।

Srabanti Chatterjee and Abhirup Nag Chowdhury

এখন শ্রাবন্তী ব্যস্ত নিজের কাজ নিয়ে, অন্যদিকে অভিরূপ চুটিয়ে প্রেম করছেন শেলি চৌধুরীর সঙ্গে। মাঝেমধ্যেই বর্তমান প্রেমিকার প্রতি খুল্লমখুল্লা প্রেম জাহির করতে দেখা যায় তাঁকে। অন্যদিকে শ্রাবন্তীর সঙ্গেও অভিরূপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে খবর। অন্তত টলি নায়িকা তো তেমনটাই দাবি করেছেন।

আরও পড়ুনঃ জল্পনার অবসান, সত্যিই শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! টিভির আগেই ফাঁস অন্তিম পর্বের টুইস্ট

অভিরূপের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শ্রাবন্তী বলেন, ‘আমরা দু’জন এক আবাসনে থাকি। ভীষণ ভালো বন্ধুত্ব আমাদের। কোনও বিচ্ছেদ হয়নি। অভিরূপের সংস্থার ব্র্যান্ড অ্যাম্ব্যাস্যাডর কিন্তু আমি। গত বছর আমার বাড়ির পুজোতেও ওঁকে আমন্ত্রণ করা হয়েছিল’। তবে অভিনেত্রীর মুখে অভিরূপের সঙ্গে বন্ধুত্বের কথা শোনা গেলেও, বেশ কয়েক মাস হল একে অপরকে আনফলো করে দিয়েছেন তাঁরা।

Abhirup Nag Chowdhury new girlfriend

আরও পড়ুনঃ পিঙ্কি নয়, ছোটপর্দার এই অভিনেত্রীই ছিলেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী, রইল ছবি সহ আসল পরিচয়

প্রসঙ্গত, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনের নিরিখে বলা হলে, অভিনেত্রী এখন সিঙ্গেল। আইনিভাবে যদিও তিনি রোশন সিংয়ের স্ত্রী। ২০২১ সালে ডিভোর্সের মামলা করে প্রত্যেক মাসে ৭ লাখ টাকা দাবি করেছিলেন অভিনেত্রী। যা দিতে অস্বীকার করেছিলেন রোশন। এখনও সেই মামলা চলছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥