• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তারার গর্ভে আকাশের সন্তান, বোনের সাথে স্বামীর বিয়ে দেবে সন্ধ্যা! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

এতদিন ধরে সত্যিটা লুকিয়ে রাখলেও, শীঘ্রই তারা-আকাশনীলের সম্পর্কের কথা জানতে চলেছে ‘সন্ধ্যাতারা’র (Sandhyatara) সন্ধ্যা। বোনের গর্ভে যে হুলোবাবুর সন্তান রয়েছে তা জানা মাত্রই চরম পদক্ষেপ নিতে চলেছে আকাশের ড্রামা কুইন। অজান্তেই বোন আর আকাশের প্রেমের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল সন্ধ্যা। তাই এবার নিজে হাতে দু’জনের মিল করাতে চলেছে সে।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, তিন মাসের গর্ভবতী তারা। আকাশের সন্তানের মা হতে চলেছে সে। ইতিমধ্যেই সেকথা জেনে গিয়েছে বিজয়া মাঠান এবং আকাশ। যে কারণে যত তাড়াতাড়ি সম্ভব তারার বিয়ে দিয়ে তাকে বিদায় করতে চাইছে সন্ধ্যার শাশুড়ি। অপরদিকে নিজের সন্তানকে দূরে যেতে দিতে রাজি নয় আকাশ (Akashneel)। যে কারণে তারার বিয়ে আটকাতে উদ্যত হয়েছে সে।

   

Sandhyatara serial Sandhya finds out about Tara and Akashneel

এসবের মাঝেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘সন্ধ্যাতারা’র নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে, তারা এবং আকাশনীলের সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছে সন্ধ্যা (Sandhya)। এতদিন ধরে যে তারার খোঁজ করছিল, সে আর কেউ নয় তার নিজের বোন, তা এখন জেনে গিয়েছে সে। আর এরপরেই চরম পদক্ষেপ নিতে চলেছে সন্ধ্যা।

আরও পড়ুনঃ জল্পনার অবসান, সত্যিই শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’! টিভির আগেই ফাঁস অন্তিম পর্বের টুইস্ট

ইতিমধ্যেই সন্ধ্যা শপথ নিয়েছে, গর্ভের সন্তানের বাবার সঙ্গেই তারার (Tara) বিয়ে দেবে সে। সেই ব্যক্তি আকাশনীল এটা জানার পরেও সন্ধ্যার কথার নড়চড় হবে না। নিজের সংসার ভেঙে হুলোবাবুর সঙ্গে তারার বিয়ে দিয়ে দেবে সে।

Sandhyatara Serial Sandhya Mess Bhog Cooking

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েয়েছে ‘সন্ধ্যাতারা’র আসন্ন ট্র্যাক। আসলে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল একটি রিমেক। মূল ধারাবাহিকে দেখানো হয়েছিল, সিরিয়ালের নায়িকা নিজের স্বামীর সঙ্গে বোনের বিয়ে দিয়েছে। তাই ‘সন্ধ্যাতারা’তেও এমনটা দেখানো হবে অনুমান দর্শকদের।

আরও পড়ুনঃ হাতছাড়া চতুর্থ প্রেমিকও! শ্রাবন্তীকে ভুলে নতুন প্রেমিকায় মজলেন অভিরূপ, দেখুন ছবি

অন্যদিকে আবার গুঞ্জন শোনা যাচ্ছে, শীঘ্রই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে নতুন নায়ক। এখনও সেই অভিনেতার নাম-পরিচয় ফাঁস হয়নি। তবে দর্শকদের অনুমান, এই নতুন অভিনেতাকেই হয়তো সন্ধ্যার নায়ক হিসেবে দেখাবেন নির্মাতারা।