• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌরভ পর্দায় ফিরতেই সব ওলটপালট! ‘দাদাগিরি’র টাইম স্লট প্রকাশ্যে আসতেই চরম চাপে দীপা

ক্রিকেটার, শিল্পপতি থেকে সঞ্চালক, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যে কাজেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। একসময় ব্যাট হাতে বাইশ গজে শাসন করতেন এই বঙ্গ তনয়। এখন টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ (Dadagiri) করতে দেখা যায় তাঁকে। সৌরভের তুখোড় সঞ্চালনার গুণে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছে জি বাংলার ‘দাদাগিরি’।

একটা সিজন শেষ হতে না হতেই আগামী সিজনের অপেক্ষা করতে থাকেন দর্শকরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ‘দাদাগিরি’ সিজন ১০ নিয়ে আসছেন সৌরভ। আগস্ট মাসের শেষেই ‘দাদাগিরি’র নতুন সিজনের কথা ঘোষণা করেছিলেন “মহারাজ’। তখন অনেকেই ভেবেছিলেন, ‘ডান্স বাংলা ডান্স’ শেষ হওয়ার পর শুরু হবে ‘দাদা’র শো।

   

Dadagiri, Dadagiri telecast timing

কিন্তু সবাইকে অবাক করে একেবারে নতুন স্লটে আসতে চলেছে ‘দাদাগিরি’। শনিবার জি বাংলার (Zee Bangla) তরফ থেকে ঘোষণা করা হয় সৌরভের শো সম্প্রচার শুরুর দিনক্ষণ (Telecast Time)। এত বছর ধরে সাধারণত শনি এবং রবিবার সম্প্রচারিত হয়ে এসেছে ‘দাদাগিরি’। কিন্তু এবার শুক্র এবং শনিবার দেখা যাবে এই শো।

আরও পড়ুনঃ নীল-ময়ূরীর মুখে ঝামা, এবার বিয়ের পিঁড়িতে মেঘ! ‘ইচ্ছে পুতুল’র ভিডিও দেখে তোলপাড় নেটপাড়া

জি বাংলার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৬ অক্টোবর থেকে প্রত্যেক শুক্র ও শনিবার রাত ৯:৩০টার সময় দেখা যাবে ‘দাদাগিরি’। অর্থাৎ ‘দাদাগিরি’ শুরুর পর শুধুমাত্র রবিবার রাতে দেখা যাবে ‘ডান্স বাংলা ডান্স’, পাওয়া গিয়েছে তেমনই ইঙ্গিত।

আরও পড়ুনঃ শুরুর আগেই শেষ প্রেমকাহিনী! মারা যাবে ওম, ‘LOVE বিয়ে আজকাল’র প্রোমো দেখে মাথায় হাত দর্শকদের

Anurager Chhowa and Dadagiri, Dadagiri telecast timing

আজ ‘দাদাগিরি’র স্লট ঘোষণার পর অনেকের মনেই একটি প্রশ্ন উঁকি দিয়েছে, সৌরভের শোয়ের জন্য কেন হঠাৎ শুক্র এবং শনিবার বেছে নিল চ্যানেল কর্তৃপক্ষ? মনে করা হচ্ছে, ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) জনপ্রিয়তায় ভাগ বসাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়ে আসছে সূর্য-দীপার সিরিয়াল। কিছু পয়েন্টের জন্য বারবার সিংহাসন হাতছাড়া হচ্ছে ‘জগদ্ধাত্রী’র।

এই জন্যই এবার ‘সুদীপা’র সামনে প্রতিপক্ষ হিসেবে সৌরভকে দাঁড় করালো জি বাংলা। নেটিজেনদের অনুমান, ‘দাদাগিরি’ শুক্র এবং শনিবার সম্প্রচারিত হলে ‘অনুরাগের ছোঁয়া’র টিআরপিতে কিছুটা হলেও প্রভাব পড়বে। সেই জন্যই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা। এবার দেখা যাক, বাঙালির ‘মহারাজ’র সামনে সূর্য-দীপার ম্যাজিক ফিকে হয় কিনা।

site