• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীল-ময়ূরীর মুখে ঝামা, এবার বিয়ের পিঁড়িতে মেঘ! ‘ইচ্ছে পুতুল’র ভিডিও দেখে তোলপাড় নেটপাড়া

Published on:

Is Megh marriage track coming in Zee Bangla Bengali serial Icche Putul Titiksha Das video goes viral

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতেই থাকে। ইতিমধ্যেই মেঘের শত চেষ্টা ব্যর্থ করে সাত পাকে বাঁধা পড়েছে গিনি এবং রূপ। অপরদিকে ময়ূরীকে বিয়ের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নীল। এরপর থেকেই মেঘ-নীলের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে সেই প্রশ্ন জেগেছিল দর্শকদের মনে। কিন্তু এবার ধারাবাহিকের আগাম ট্র্যাকের কিছুটা আঁচ মিলল।

এমনিতেই ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের দর্শকদের একাংশ অনেকদিন ধরে দাবি করছিলেন, নীলকে সরিয়ে জিষ্ণুকে মেঘের নায়ক করে দেওয়া হোক। নীল যেমন ময়ূরীকে বিয়ে করছে, তেমনই মেঘও এবার জিষ্ণুর হাত ধরে নিজের জীবন নতুন করে শুরু করুক। অবশেষে হয়তো দর্শকদের সেই কামনা পূরণ হতে চলেছে। কারণ সম্প্রতি বধূবেশে মেঘ (Megh) অভিনেত্রী তিতিক্ষা দাসের (Titiksha Das) একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই শুরু হয়েছে এই জল্পনা।

Icche Putul, Icche Putul Megh

‘ইচ্ছে পুতুল’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, জিষ্ণুকে সারাজীবন বন্ধু হিসেবে পাশে থাকার কথা বলেছে মেঘ। সেই সঙ্গেই নীলের (Neel) সঙ্গে দিন দিন তার দূরত্বও বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি সত্যিই এবার ধারবাহিকে মেঘের বিয়ের ট্র্যাক আসতে চলেছে? নীল নাকি জিষ্ণু (Jishnu)? কার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছে সে?

আরও পড়ুনঃ ‘যেখানে প্রয়োজন নেই সেখান থেকে সরে আসি’, সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শিমুলের শাশুড়ি

Icche Putul, Icche Putul Megh, Titiksha Das as bride

আসলে সম্প্রতি তিতিক্ষার বধূবেশের একটি ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। বেনারসিতে একেবারে অপরূপার মতো দেখাচ্ছে পর্দার মেঘকে। তবে জানিয়ে রাখি, অভিনেত্রীর এই লুকের সঙ্গে ধারাবাহিকের ট্র্যাকের কোনও যোগ নেই। অনেকেই ভেবেছিলেন, সিরিয়ালে হয়তো এবার মেঘের বিয়ের ট্র্যাক আসতে চলেছে। সেই জন্য এমন সাজে সেজে উঠেছেন তিতিক্ষা। তবে এমনটা নয়। বরং তাঁর এই লুক একটি ব্রাইডাল ফটোশ্যুটের।

আরও পড়ুনঃ দুর্জয়ের ভরসায় ডাক্তার হতে বাড়ি ছেড়ে চরম বিপদে রানী! টিভির আগেই ফাঁস মহাধামাকা প্রোমো


‘ইচ্ছে পুতুল’এ অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যেই নানান ধরণের ফটোশ্যুট করতে দেখা যায় তিতিক্ষাকে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিত্যনতুন রিল ভিডিও শেয়ার করে থাকেন তিনি। ব্রাইডাল সাজের ভিডিওটিও এমনই একটি ফটোশ্যুটের। তবে সিরিয়ালের সঙ্গে যোগ না থাকলেও তিতিক্ষার এই নতুন লুকে কিন্তু ঘায়েল হয়েছে বহু নেটিজেন। কমেন্ট করে অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥