টাকার জন্য কন্ট্রাক্ট ম্যারেজ-এর কাহিনী নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন বাংলা সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Ajkal)। যিশু-নীলাঞ্জনা সেনগুপ্তের প্রোডাকশন হাউজের এই নতুন সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওম সাহানি।
তাঁর বিপরীতে নায়িকার চরিত্রে ছোটপর্দায় ডেবিউ করেছেন শ্রাবণ অভিনেত্রী। পর্দায় ওম-শ্রাবণের (Om-Shraban) এই নতুন জুটি শুরু থেকেই নজর কেড়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের। ধারাবাহিকে নায়িকা শ্রাবণ একজন বার সিঙ্গার। অন্যদিকে নায়ক ওমকার বড়লোক বাড়ির ছেলে। তার নিজের একটি বার রয়েছে। সেই বার বাঁচাতে দাদুর দেওয়া শর্ত পূরণ করার জন্যই টাকা দিয়ে শ্রাবণের সাথে কন্টাক্ট ম্যারেজ করেছে ওমকার।
অন্যদিকে শ্রাবণের পরিবারের আর্থিক অবস্থাও যথেষ্ট খারাপ। তাই ওমকারের দেওয়া চুক্তির বিয়ের প্রস্তাব সে চাইলেও ফিরিয়ে দিতে পারেনি। এরপর ধারাবাহিকের শুরুতেই নায়ক নায়িকার চুক্তির বিয়ে দেখা গিয়েছে। আর বিয়ে সম্পন্ন হওয়ার পর শ্রাবণ ওমকারের বাড়িতে এসে থাকতে শুরু করে। তবে বিয়েতে প্রথমেই ওম আর শ্রাবণ দুজনেই একে অপরকে বেশ কিছু শর্ত দিয়েছিলেন।
আরও পড়ুনঃ ‘যেখানে প্রয়োজন নেই সেখান থেকে সরে আসি’, সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শিমুলের শাশুড়ি
সেই শর্ত অনুযায়ী ওমকারের যখনই যেখানে স্ত্রী হিসেবে শ্রাবণকে প্রয়োজন হবে তখনই সেখানে তাঁকে পৌঁছে যেতে হবে। অন্যদিকে বিয়ে হওয়ার পর ওমের দাদুর সাথে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে তৈরি হয় শ্রাবণের। সিরিয়ালের গল্প এগোনোর সাথে সাথে দেখা যাচ্ছে না চাইতেও ওম-শ্রাবণ দুজনেই দুজনের ভালো মন্দের বিষয়ে কথা বলে ফেলছে। যদিও বিষয়টা পছন্দ করছে না ওমকার।
আরও পড়ুনঃ মুখে রাগ থাকলেও মনে ভালোবাসা! পর্ণাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল ‘বাবুউউ’, ফাঁস মহাধমকা পর্ব
এরই মধ্যে এসে গিয়েছে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ওম আর শ্রাবণ দুজনেই রাতে একটি গাড়ি করে ফিরছে। তখন শ্রাবণকে ওমকার জানায় ‘সমস্যা শুধু তোমার একাই জীবনে নেই শ্রাবণ রায় চৌধুরী। তোমার থেকে অনেক বেশি সমস্যা আমার জীবনে।’তারপরেই এক ভয়ংকর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে ওম আর শ্রাবণ।
ব্রিজের উপর দিয়ে যখন তাদের গাড়ি যাচ্ছিল তখন তাঁদের গাড়িতে এসে সজরে এসে ধাক্কা মারে একটি ট্র্যাক। যার ফলে ব্রিজ থেকে ঝুলতে থাকে ওমকারের গাড়ি। সেই মুহূর্তে শ্রাবণ গাড়ির বাইরে ছিটকে পড়ে গেলেও ওমকার প্রচন্ড আঘাত নিয়ে গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে থাকে।
কিন্তু গাড়িটা ব্রিজের ধারে ঝুলতে থাকায় শ্রাবণ ওমকে ধরে টেনে বের করার আগেই ব্রিজ থেকে গাড়িটা নিচে পড়ে যায়। এখন দেখার শ্রাবণ কিভাবে আগামী দিনে ওমকে বাঁচিয়ে তোলে।