• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ময়ূরী আসল দোষী, নেশার ঘোরে গিনিকে সব সত্যি বলে দেবে রূপ! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Zee Bangali Bengali serial Icche Putul Roop reveals Mayuri’s real face in front of Gini

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। যত দিন যাচ্ছে জি বাংলার (Zee Bangla) এই সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয়তাও বাড়ছে। রোজ ধারাবাহিকের কাহিনীতে নতুন নতুন টুইস্ট নিয়ে আসছেন নির্মাতারা। আর তাতেই জমে উঠছে সিরিয়ালের কাহিনী। আজকের পর্বে যেমন গিনির সামনে ময়ূরীর (Mayuri) ভালোমানুষির মুখোশ খুলতে চলেছে।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, রূপ-গিনির বিয়ে আটকানোর প্রচুর চেষ্টা করেছিল মেঘ। যদিও সেই কাজে শেষ অবধি সফল হয়নি সে। উল্টে ময়ূরীর চক্রান্তে শ্বশুরবাড়ির সকলের সামনে চরিত্রহীন তকমা পায় মেঘ (Megh)। সেই ভুল বোঝাবুঝির জন্য আজ মেঘ-নীলের ডিভোর্স অবধি হতে চলেছে। অপরদিকে রূপকে (Roop) বিয়ে করে রোজ চোখে জল পড়ছে গিনির (Gini)

Icche Putul serial Gini will Apologize soon to Megh

বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর থেকে একদিনও শান্তি পায়নি নীলের বোন। বৈবাহিক ধর্ষণের শিকার হওয়া থেকে শুরু করে রূপের হাতে মার খাওয়া- বাদ যায়নি কিছুই। এখন সে বুঝতে পারছে মেঘ কোনোদিন মিথ্যে বলেনি। সত্যিই রূপ একটা দুশ্চরিত্র ছেলে। তবে এবার রূপের পাশাপাশি ময়ূরীর মুখোশও খুলতে চলেছে গিনির সামনে।

আরও পড়ুনঃ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! পর্দার ‘পুতুল’ শ্রীতমার কন্ঠে গান গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, মেঘের সঙ্গে কথা বলার অপরাধে গিনিকে শাস্তি দেবে বলে ঠিক করে রূপ। তাই বাড়ি ফিরে নিজের বেল্ট দিয়ে গিনিকে মারতে থাকে সে। মারতে মারতেই ররূপ বলে, যত দিন যাবে ততই গিনির গায়ে এই বেল্টের দাগ আরও স্পষ্ট হয়ে উঠবে।

আরও পড়ুনঃ নতুন ধ্যাষ্টামো, সপ্তমীতে বাইজি নাচ নিয়ে তুলকালাম দত্তবাড়ি! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Icche Putul, Icche Putul Roop beats Gini with belt

আসলে মেঘ একবার রূপকে ঠাটিয়ে থাপ্পড় মেরেছিল। সেই ঘটনার বদলা নিতে চেয়েছিল রূপ। আর তখনই তার সঙ্গে হাত মেলায় ময়ূরী। রূপ হাসতে হাসতে গিনিকে বলে, সবার সামনে মেঘের চরিত্রে দাগ লাগানোর প্ল্যানিং আসলে ময়ূরীর ছিল। সম্পূর্ণ প্ল্যান করে এই কাজ করেছিল ময়ূরী।

এটুকু বলেই থামেনি রূপ। সে গিনিকে বলে, ময়ূরী প্রচণ্ড ভয়ানক মেয়ে। নীলকে পাওয়ার জন্য এবং মেঘের জীবন নষ্ট করার জন্য সে যে কোনও পর্যায় অবধি নামতে পারে। রূপের মুখে আসলে সত্যি শোনার পর গিনি কি গাঙ্গুলী বাড়িতে সবটা জানাবে? মীনাক্ষী-নীলের সামনে খুলে দেবে ময়ূরীর মুখোশ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥