• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন ধ্যাষ্টামো, সপ্তমীতে বাইজি নাচ নিয়ে তুলকালাম দত্তবাড়ি! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Updated on:

Neem Phooler madhu actress Parna trolled on social media

এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় যতগুলি বাংলা সিরিয়াল (Bengali Serial) সম্প্রচারিত হচ্ছে তাদের মধ্যে প্রতিনিয়ত দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে জি বাংলার (Zee Bangla) অত্যন্ত চর্চিত ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের নায়িকা পর্ণা (Parna) একাই একশ। দুহাতে সে যেন দশভূজা। সংসারের সমস্ত দায়িত্ব সামলে সে একজন পেশাদার সাংবাদিক।

অন্যদিকে শ্বশুরবাড়ির প্রত্যেকের মন জুগিয়ে আলোকপর্ণা দত্ত কখনও একজন আদর্শ বৌমা আবার কখনও আদর্শ স্ত্রী। ঘরে-বাইরে যে কোনো কাজেই তাঁর জুড়ি মেলা ভার। যদিও ধারাবাহিকে সৃজনের সাথে তার এখন ডিভোর্সের কেস চলছে। তবুও এসবের মধ্যেই পুজোর কটা দিন সমস্ত ঝামেলা অশান্তি ভুলে দত্ত পরিবারের বহু পুরনো দুর্গাপুজোর ঐতিহ্যকে একা হাতে সামলাচ্ছে পর্ণা।

Isha pushed parna into water revealed Neem Phooler Madhu serial upcoming episode

গোটা বিশ্বের সামনে দত্তবাড়ির পুরনো ঐতিহ্যকে তুলে ধরতে ‘ইন্ডিয়ান কালচার এন্ড হেরিটেজ’কে চমকে দেওয়ার কোনো সুযোগই হাতছাড়া করছে না পর্ণা। পর্ণার উপস্থিত বুদ্ধি আর তাঁর জগু দাদার বলে দেওয়া উপায় তাঁকে যে কোন বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে খুব সহজে। বিয়ে হয়ে আসার পর থেকে দত্ত বাড়ির একাধিক পুরনো নিয়মের বেড়া জাল ভেঙেছে পর্ণা।

আরও পড়ুনঃ স্ত্রী না থাকলে বাঁচতাম না! অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন কুশল চক্রবর্তী

তবে এতদিন পর্যন্ত সে যা করেছে তা এক বাক্যে সমর্থন করে গিয়েছেন দর্শকরাও। কিন্তু এবার আচমকাই দর্শকরাও বিরাগভাজন হল পর্ণার। দুর্গাপুজোর আবহে পর্ণার করা একটি কাজ এবার মানেটা কি জেঠুর মতই মানতে পারছেন না দর্শকরাও।  সম্প্রতি ধারাবাহিকের একটি পর্বে দেখা গিয়েছে সপ্তমীর বিকেলের আসর জমাতে ব্যাপক রিসার্চ করে পর্ণা  আর রুচিরা বিখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী অনিতা জি এবং তার নাতনি নীলমকে অতিথি করে ডেকে এনেছে দত্ত বাড়িতে।

আরও পড়ুনঃ জেল থেকে পালিয়ে সূর্যকে ‘আই লাভ ইউ’ বলতে হাজির মিশকা, মাথায় হাত দীপার! ফাঁস দুর্ধর্ষ পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,দুর্গাপুজো,Durgapujo,বাই নাচ,Bai Nach,ট্রোল,Troll,দর্শক,Audience

কিন্তু তার এই কাণ্ড দেখে রাগে ফেটে পড়ে সৃজনের জেঠু। উপস্থিত সকল অতিথিদের সামনেই বিখ্যাত নৃত্যশিল্পীদের যাচ্ছেতাই ভাবে অপমান করতে শুরু করেন তিনি। রেগে গিয়ে সকলের সামনে তিনি বলে ওঠেন ‘বাড়িতে বাই এসে নাচ করবে? আমি কিছুতেই এসব মেনে নেব না।’

সব মিলিয়ে পর্ণার এমন কাণ্ডে কিছুক্ষণের জন্য বেশ অবাক হয়ে গিয়েছিলেন বাড়ির বাকি সদস্যরাও। তবে পরে তারা  বিষয়টাকে সহজভাবে নিলেও মানেটা কি জেঠুর মতোই বিষয়টাকে একেবারেই সহজ ভাবে নিতে পারছেন না দর্শকরাও। যতই হোক দুর্গা পুজোয় বাঙালি বাড়িতে এমন বাই নাচ দেখানোর ঘটনা একেবারেই মানতে পারছেন না দর্শকরা। এখন দেখার আগামি পর্বে পর্ণা আবার কিভাবে নতুন চমক দিয়ে তাক লাগিয়ে দেয় দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥