• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! পর্দার ‘পুতুল’ শ্রীতমার কন্ঠে গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Updated on:

Kar Kache Koi Moner Kotha Putul AKA Sritama Bhattacharjee singing video goes viral

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। কখনও নায়িকা, কখনও খলনায়িকা, কখনও আবার পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ‘মা’ থেকে শুরু করে ‘ইচ্ছেনদী’- শ্রীতমার ঝুলিতে রয়েছে একাধিক আইকনিক সিরিয়াল (Bengali Serial)। এখন তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।

শ্রীতমা এমন একজন শিল্পী যার অভিনয়ের পাশাপাশি আরও অনেক গুণ রয়েছে। তিনি একাধারে জনপ্রিয় অভিনেত্রী, আবার রাজনীতিবিদও। তবে এসবের পাশাপাশি তাঁর গানের (Singing) গলাও যে খুব সুন্দর সেটা এতদিন খুব কম মানুষই জানতেন। সম্প্রতি নিজের সেই সুপ্ত প্রতিভার সকলের সামনে আনেন অভিনেত্রী নিজেই।

Sritama Bhattacharjee, Sritama Bhattacharjee singing

‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, শ্রীতমা অভিনীত পুতুল চরিত্রটি খুব সুন্দর গান গায়। মানসিকভাবে অসুস্থ হলেও পুতুলের (Putul) গানের গলা ভীষণ সুন্দর। শিমুলের হাত ধরে আস্তে আস্তে সে নিজের এই প্রতিভা সকলের সামনে মেলে ধরছে।

আরও পড়ুনঃ জেল থেকে পালিয়ে সূর্যকে ‘আই লাভ ইউ’ বলতে হাজির মিশকা, মাথায় হাত দীপার! ফাঁস দুর্ধর্ষ পর্ব

তবে পর্দার মতো শ্রীতমা বাস্তবেও যে এত সুন্দর গান করেন তা এতদিন খুব কম মানুষই জানতেন। তবে এবার অভিনেত্রীর এই সুপ্ত প্রতিভার কথা সবার সামনে এসেছে। সম্প্রতি পর্দার পুতুল নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে হিন্দি গান গাইছেন তিনি।

আরও পড়ুনঃ নতুন ধ্যাষ্টামো, সপ্তমীতে বাইজি নাচ নিয়ে তুলকালাম দত্তবাড়ি! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

Kar Kache Koi Moner Kotha Putul, Sritama Bhattacharjee, Sritama Bhattacharjee singing

বিনোদন দুনিয়ার তারকাদের এমনিতেই প্রচুর সুপ্ত প্রতিভা থাকে। কেউ খুব সুন্দর নাচ করেন, কেউ খুব ভালো ছবি আঁকেন, কারোর আবার গানের গলা দারুণ। শ্রীতমাই যেমন খুব সুন্দর গান করেন। পর্দার মতো বাস্তবেও তাঁর গায়কীতে মুগ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরা। শ্রীতমার ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রত্যেকে।

শ্রীতমার ভিডিও দেখে অনেকেই বলছেন, তিনি হলেন ‘রূপে লক্ষ্মী গুণে সরস্বতী’র প্রকৃষ্ট উদাহরণ। অনেকে আবার অভিনেত্রীর এই সুপ্ত প্রতিভা দেখে অবাক হয়ে গিয়েছেন। অভিনেত্রী না হলে গায়িকা হিসেবে তিনি যে সফল হতে পারতেন তা শ্রীতমার ভিডিও দেখেই পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥