• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পিঁড়িতে ‘ফুলকি’ নায়ক! গাঁটছড়া বাঁধছেন কবে? নিজেই সুখবর দিলেন অভিষেক

Published on:

Phulki actor Abhishek Bose and Surabhi Mallick is going to marry soon

গত কয়েক মাসে টলিপাড়ার একাধিক জনপ্রিয় তারকা সাত পাকে বাঁধা পড়েছেন। সদ্য গাঁটছড়া বেঁধেছেন ‘উড়ন তুবড়ি’ নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায়। এবার সুখবর শোনালেন ‘ফুলকি’ নায়ক অভিষেক বসু (Abhishek Bose)। প্রেমিকা তথা অভিনেত্রী সুরভী মল্লিকের (Surabhi Mallick) সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য একেবারে রেডি তিনি।

বেশ কয়েক বছর ধরে সম্পর্কে আছেন অভিষেক-সুরভী। একাধিকবার তাঁদের বিয়ের (Marriage) গুঞ্জন শোনা গিয়েছে। তবে প্রত্যেকবারই সেই সকল গুঞ্জন ভুয়ো প্রমাণিত হয়েছে। তবে এবার অভিষেক নিজে এই বিষয়ে মুখ খুললেন। অভিনেতা জানান, সুরভীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করার জন্য একেবারে তৈরি তিনি।

Bengali serial Phulki actor Abhishek Bose is soon going to get married Surabhi Mallick

সিরিয়ালে (Bengali Serial) কাজের সুবাদে প্রথম আলাপ টেলিপাড়ার এই তারকাজুটির। অল্প সময়ের মধ্যেই তা প্রেমের আকার নেয়। সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি দু’জনে। এবার সাক্ষাৎকারেও অভিষেক স্পষ্ট বলেন, পর্দায় এতবার বিয়ে করার পর এবার বাস্তব জীবনেও বিয়েটা করে ফেলতে চান তিনি।

‘ফুলকি’ (Phulki) নায়কের কথায়, গত বছরই বিয়ে করার ইচ্ছে ছিল। তবে নানান কারণবশত তা হয়ে ওঠেনি। তাই এই বছরই শুভ কাজ সেরে ফেলার পরিকল্পনা করেছেন। কবে বিয়ে করছেন? দিনক্ষণ ঠিক হয়েছে কিনা এই বিষয়ে আর কিছু বলেননি অভিষেক।

Abhishek Bose and Surabhi Mallick getting married

প্রসঙ্গত, ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শুরু অভিষেকের। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। ‘সীমারেখা’ ধারাবাহিকে অভিনয়ের সময় সহ-অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। একসময় তাঁদের প্রেম নিয়ে প্রচুর চর্চা হতো। এরপর আচমকাই বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।

দিয়ার সঙ্গে ব্রেক আপের পর সুরভীর সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। ‘গঙ্গারাম’র সেট থেকেই শুরু হয় তাঁদের প্রেমপর্ব। প্রসঙ্গত, সাইড রোল দিয়ে কেরিয়ার শুরু হলেও একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। ‘নেতাজি’, ‘গঙ্গারাম’, ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে জি বাংলার ‘ফুলকি’ সিরিয়ালে নায়ক রোহিতের চরিত্রে অভিনয় করছেন অভিষেক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥