শীত পড়ার সঙ্গে সঙ্গেই বাঙালির মন উড়ু উড়ু (Travel) করতে শুরু করে দিয়েছে। সারা বছর বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি করার পর ক্লান্তি চলে আসে সবার মধ্যে। সেই একঘেয়েমি দূর করে সারা বছরের রসদ জোগাড় করতে তাই এই সময়টা ঘুরতে বেরিয়ে পড়েন অনেকে। কেউ লম্বা ছুটিতে চলে যান দূরে কোথাও, কারোর আবার পছন্দ হয় কাছেপিঠের কোনও লোকেশন।
এখন আবার ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে অফবিট লোকেশনের (Offbeat Location) জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। চেনা জায়গায় না গিয়ে অচেনা-অজানা জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করছেন অনেকে। আপনিও যদিও এবার শীতের ছুটিটা এমনই কোনও অফবিট ডেস্টিনেশনে কাটাতে চান তাহলে চলে যেতে পারেন ওড়িশার সিমলিপালে (Simlipal)।
ওড়িশার (Odisha) ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত এই স্থানে ঘুরতে গেলে আপনি একইসঙ্গে উপভোগ করতে পারবেন পাহাড় এবং জঙ্গল। শোনা যায়, শিমুল গাছের আধিক্যের কারণে এই জায়গার নাম রাখা হয়েছিল সিমলিপাল। এখানে গেলে আপনি দেখতে পাবেন সিমলিপাল অভয়ারণ্য। সেই সঙ্গেই পূরণ হবে জঙ্গল সাফারির (Jungle Safari) শখ। দর্শন হবে বাঘ, বুনো হাতি, সম্বর, চিতল হরিণ সহ নানান প্রজাতির বন্যপ্রাণীর।
আরও পড়ুনঃ বিয়ের পর হানিমুনের প্ল্যান খুঁজছেন? স্বল্প খরচে বিদেশে মধুচন্দ্রিমার ধামাকা অফার দিচ্ছে IRCTC
সিমলিপালে গেলে আপনি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতেই ঝারান্দা এবং বরহিপানি জলপ্রপাতের আওয়াজ শুনতে পাবেন। শীতকালে ঝর্ণার স্রোত খুব বেশি না থাকলেও, বর্ষাকালে ফুলেফেঁপে ওঠে। এছাড়া মন চাইলে সকাল কিংবা বিকেলে একটু হেঁটে আসতে পারেন বুড়িবালাম নদীর ধার থেকে।
আরও পড়ুনঃ প্রকৃতির বুকে পাহাড়ের কোলে, রইল কালিম্পংয়ের কাছেই নদী-ঝর্ণা-জঙ্গল মেশানো ৫টি অফবিট জায়গার হদিশ
কোথায় থাকবেন?
সিমলিপালে গিয়ে আপনি যদি ওড়িশা পর্যটন কেন্দ্রের বনবাংলোয় থাকতে পারেন তাহলে খুব ভালো। তবে এই সময়টা যেহেতু বহু মানুষ ঘুরতে গিয়ে থাকেন, তাই ঘর পাওয়া একটু মুশকিল। তবে চিন্তার কিছু নেই। এখানে নানান মানের এবং দামের রিসর্ট এবং হোটেল রয়েছে। নিজের পছন্দ মতো একটি বেছে নিয়ে সেখানেই থাকতে পারবেন আপনি।