দেখতে দেখতে শীত পরে গিয়েছে, আর শীতকাল মানেই বঙ্গে বিয়ের সিজেন (Wedding Season)। জানলে অবাক হবেন আগামী ৩০ দিনের মধ্যেই ভারতবর্ষে প্রায় ৩৫ লক্ষ বিয়ে হয়। আর বিয়ে ফুলশয্যা মিটলেই একটা হানিমুনের জন্য প্ল্যানিং (Honeymoon Planning) শুরু করে দেন দম্পতিরা। বাজেট যেমনই হোক না কেন আজীবন মনে রাখার মত সুন্দর একটা হানিমুন সকলেই আশা করেন। আবার কিছু দম্পতি এমনও আছেন যারা বাজেটের কারণে বিদেশে হানিমুন প্ল্যান করলেও করে উঠতে পারেন না। এবার বিদেশে হানিমুন করতে চাওয়া দম্পতিদের জন্য এক দুর্দান্ত অফার আনল IRCTC।
হ্যাঁ ঠিকই দেখছেন, সস্তায় ঘুরতে যাওয়া থুড়ি সস্তায় বিদেশে হানিমুনের প্যাকেজ বিয়ে হাজির হল আইআরসিটিসি (IRCTC)। অনলাইন কিংবা অফলাইন যে কোনো একটি মাধ্যমে একবার বুকিং করে নিলেই আপনার হানিমুন স্মরণীয় করার দায়িত্ব IRCTC-র। চলুন এবার জেনে নেওয়া যাক কি কি প্যাকেজ রয়েছে? আর বিদেশ বলতে কোন কোন দেশে ঘোরার প্যাকেজ অফার করছে আইআরসিটিসি।
এই তালিকায় প্রথমেই রয়েছে থাইল্যান্ড ট্যুর প্যাকেজ (Thailand Honeymoon Package IRCTC)। যেখানে আপনার প্রেয়সীকে নিয়ে ৪ রাত আর ৫ দিনের এক দুর্দান্ত মধুচন্দ্রিমা কাটিয়ে আসতেই পারেন। বিমানে করে নিয়ে যাওয়া থেকে বিমানে করেই দেশে ফেরানোর দায়িত্ব সবটাই সামলাবে IRCTC। সাথে প্যাকেজের মধ্যেই থাকছে সমস্ত ত্রি ষ্টার হোটেলে থাকা থেকে খাওয়া। এই ট্যুর প্যাকেজ বুকিং করলে আপনাকে মুম্বাই থেকে যাত্রা শুরু করতে হবে। এবং দুজনের জন্য বুকিং করলে একজনের জন্য ৫৮,৯০০ টাকা খরচ করতে হবে।
এলাহী হানিমুন করতে চাইলে জৌলুসের শহর দুবাই একেবারে মাস্ট! আপনিও যদি দুবাইতে হানিমুন করতে চান সেক্ষেত্রে IRCTC আনল এক সুবর্ণ সুযোগ। থাকা, খাওয়া, যাতায়াত তো থাকছেই সাথে মিলবে বুর্জ খলিফা ভ্রমণ, ডেসার্ট সাফারি থেকে আরও অনেক কিছুই। আপনি চাইলে ৪ দিন ৩ রাতের প্যাকেজ নিতে পারেন বা ৭ দিন পর্যন্ত থাকতে পারেন দুবাইতে। দুইবার হানিমুন প্যাকেজের (Dubai Honeymoon Package IRCTC) দাম শুরু হচ্ছে ৬৮,৯৯৯ টাকা থেকে।
IRCTC এর আরেকটি হানিমুন প্যাকেজ হল সিঙ্গাপুর ও মালয়েশিয়া (Singapore & Malaysia Honeymoon Package IRCTC)। মোট ৬ রাট ও ৭ দিনের এই প্যাকেজে হোটেল, থাকা খাওয়া থেকে যাতায়াত সবটাই থাকছে। সাথে বিদেশে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করবে IRCTC-ই। ২১শে নভেম্বর থেকে এই প্যাকেজের ট্যুর শুরু হয়ে গিয়েছে, চাইলে আপনিও বুক করতে পারেন। কাপলদের জন্য এই প্যাকেজের খরচ হবে জনপ্রতি ১,৩৮,৯৫০ টাকা।