• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রকৃতির বুকে পাহাড়ের কোলে, রইল কালিম্পংয়ের কাছেই নদী-ঝর্ণা-জঙ্গল মেশানো ৫টি অফবিট জায়গার হদিশ

Updated on:

Kalimpong,Travel,Travel news,Doban valley,Deolo hill,Rishikhola,Ramdhura,Ecche Gaon,Offbeat location,Offbeat destination,কালিম্পং,ভ্রমণ,ভ্রমণ সংবাদ,দোবান ভ্যালি,ইচ্ছে গাঁও,রামধুরা,ঋষিখোলা,ডেলো পাহাড়,অফবিট লোকেশন,অফবিট ডেস্টিনেশন,Offbeat travel destination in Kalimpong,Offbeat travel destination near Kalimpong,কালিম্পংয়ের কাছাকাছি অফবিট লোকেশন,কালিম্পংয়ের কাছাকাছি অফবিট ডেস্টিনেশন,Icche Gaon

পাহাড়প্রেমী মানুষদের অত্যন্ত পছন্দের একটি জায়গা হল কালিম্পং (Kalimpong)। এমন অনেক মানুষ আছেন যারা এখানে একাধিকবার ঘুরতে (Travel) গিয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গায় একবার গেলেই যেন দূর হয়ে যায় সারা বছরের ক্লান্তি। তবে আপনি কি জানেন, এই কালিম্পংয়ের কাছাকাছি এমন অনেক অফবিট গ্রাম আছে যেখানে গেলে মনে হবে সারা জীবন এখানেই থেকে যাই। আজকের প্রতিবেদনে এমনই ৫টি অফবিট ডেস্টিনেশনের (Offbeat Destination) খোঁজ তুলে ধরেছি আমরা।

১/৫. ডেলো পাহাড় (Deolo Hill) : ভিড়ে ঠাসা কালিম্পং থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত নিরিবিলি-শান্ত ডেলো পাহাড়। এখানে হেঁটে কিংবা বসে যেমন আপনি সময় কাটাতে পারবেন, তেমনই ইচ্ছা হলে করতে পারবেন হর্স রাইডিং বা প্যারাগ্লাইডিং। আর যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে ভিউ পয়েন্ট থেকে উপভো করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা এবং পশ্চিম সিকিমের সৌন্দর্য।

Deolo Hill offbeat travel destination near Kalimpong

২/৫. রামধুরা (Ramdhura) : কালিম্পং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি দুর্দান্ত অফবিট লোকেশন হল রামধুরা। জঙ্গলে ঘেরা এই অফবিট পাহাড়ি গ্রামে ঘুরতে গেলে চেষ্টা করবেন তিনচুলে ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসার। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ আশেপাশের নানান শৃঙ্গের অপূর্ব দৃশ্য দেখা যায়। এছাড়া তিস্তার আঁকাবাঁকা গতিপথ দেখার ইচ্ছা থাকলে চলে যেতে পারেন রামিতে দারা ভিউ পয়েন্টে। আর ট্রেকিংয়ের শখ থাকলে ঘুরে দেখতে পারেন দামসাং ফোর্ট, সাইলেন্ট ভ্যালির মতো স্থানগুলি।

আরও পড়ুনঃ এবার শীতে পাহাড়ে ঘুরতে যেতে চান? রইল কম বাজেটে সেরা অফবিট উত্তরবঙ্গ ভ্রমণের সম্পূর্ণ গাইড

Ramdhura, Offbeat travel destination in North Bengal

৩/৫. ঋষিখোলা (Rishikhola) : সদাব্যস্ত জীবন থেকে কয়েকদিনের জন্য মুক্তির স্বাদ উপভোগ করতে চাইলে যেতে পারেন ঋষিখোলায়। কালিম্পং থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সিকিম সীমান্তে অবস্থিত এই স্থানে গেলে যেন দূর হয়ে যায় সকল ক্লান্তি। এখানে গেলে সারাদিন ঋষি নদীর পারে কাটিয়ে দিতে পারবেন। আর সন্ধ্যা নামলে উপভোগ করতে পারবেন বনফায়ান এবং বারবিকিউ।

আরও পড়ুনঃ শহুরে ব্যস্ততা আর ভিড় থেকে অনেক দূর, রইল কম বাজেটে নর্থ বেঙ্গলের এক অফবিট লোকেশনের হদিশ

Rishikhola offbeat travel destination near Kalimpong

৪/৫. ইচ্ছে গাঁও (Icche Gaon) : কালিম্পং থেকে প্রায় ১৬-১৭ কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোরম স্থান হল ইচ্ছে গাঁও। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৮০০ ফুট উঁচুতে অবস্থিত সবুজে ঘেরা একটি স্থান এটি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানে বসে কীভাবে আপনার সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না।

Icchey Gaon, Offbeat travel destination near Kolkata

৫/৫. দোবান ভ্যালি (Doban Valley) : ঋষিখোলা থেকে সামান্য দূরে অবস্থিত একটি মনোরম অফবিট স্পট হল দোবান ভ্যালি। অনেকের কাছে এই স্থান কান্নান ভ্যালি নামেও পরিচিত।

Doban Valley offbeat travel destination near Kalimpong

ঋষি নদীর পাশাপাশি এখানে গেলে আপনি পাবেন রংপু নদীর ছোঁয়া। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানে গেলে আপনার ছুটিটা কীভাবে কেটে যাবে নিজেই বুঝতে পারবেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥