• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম করছেন ঋত্বিক মুখোপাধ্যায়! প্রেমিকা কে? নায়িকার সাথে ছবি ভাইরাল হতেই জল্পনা শুরু নেটপাড়ায়

Published on:

Writwik Mukherjee Shares photo with Mon Dite Chai Heroine On Social Media gone Viral

শীতের আমেজ পড়তেই বিয়ের মরশুম (Wedding Seaon) শুরু হয়েছে। কেউ দীর্ঘ প্রেমের পরিণতি দিচ্ছে তো কারোর লুকোনো প্রেম আসছে প্রকাশ্যে। বিশেষ করে বাঙালি দর্শকদের টলিপাড়ার তারকাদের নিয়ে এইমুহূর্তে সরগরম নেটপাড়া। এরই মাঝেই নতুন প্রেমের গুঞ্জন শোনা গেল। প্রেম করছেন ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) সিরিয়ালের অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee)

বর্তমানে মন দিতে চাই ধারাবাহিকে অভিনেত্রী অরুণিমা হালদারের সাথে জুটি বেঁধেছেন ঋত্বিক। গল্পে দেমাগী ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলেও সাধাসিধে তিতিরের প্রেমে পড়েছে সোমরাজ ব্যানার্জী। দেখতে দেখতে এক বছর পেরিয়েছে সিরিয়ালের কিন্তু টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় সেভাবে নজর পড়েনি। সেরা দশে তো দূর তলানিতে এসে থেকেছে টিআরপি। তবে TRP কম হলেও পর্দায় দুজনের কেমিস্ট্রি কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Writwik Mukherjee and Arunima Halder in Mon Dite Chai Serial

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন ঋত্বিক। যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে দুজনেই সাদা টিশার্ট পরে রয়েছেন। পাশাপাশি দাঁড়িয়ে ঋত্বিকের কাঁধে হাত দিয়ে পোজ দিয়েছেন অরুনিমা। এমন একটা ছবি দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জগতে শুরু করেছে।

আরও পড়ুনঃ ওজন বাড়তেই নোংরা কটাক্ষের শিকার! মধ্যমা দেখিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষলেন নতুন মা শুভশ্রী

যদিও ছবির ক্যাপশনে অভিনেতা স্পষ্ট লিখেছেন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’। কিন্তু ভক্তদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে। ছবিতে লাইক করে এক নেটিজেন প্রশ্ন করেছেন, বন্ধুত্বটা ক্যামেরার পিছনে আরও বেশি দূর গড়িয়েছে? তো কেউ আবার মিষ্টি জুটি বলে শুভেচ্ছা জানিয়েছেন। অবশ্য এসবের কোনো প্রতিক্রিয়ায় দেননি ঋত্বিক বা অরুনিমা কেউই।

আরও পড়ুনঃ শীঘ্রই ঘুরবেন সাত পাক! এলাহী আইবুড়োভাত খেলেন দর্শনা, ভিডিও ভাইরাল হতেই শুভেচ্ছা ভক্তদের

প্রসঙ্গত, কিছু মাস আগেও একবার ঋত্বিককে নিয়ে চর্চা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল ভাইয়ের বউ শ্রীতমা মিত্রের সাথে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তাদের একসাথে ছবিও ছিল। কিন্তু সেই সব ছবি আচমকাই ইনস্টাগ্রাম থেকে মুছে দেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥