• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীঘ্রই ঘুরবেন সাত পাক! এলাহি আইবুড়োভাত খেলেন দর্শনা, ভিডিও ভাইরাল হতেই শুভেচ্ছা ভক্তদের

Updated on:

Darshana Banik Aiburobhaat video goes viral before marriage with Saurav Das

টলিপাড়ায় এখন বিয়ের মরসুম (Tollywood Wedding Season)। ‘পরমপিয়া’র পর গাঁটছড়া বাঁধতে চলেছেন সন্দীপ্তা সেন। এরপর লাইনে আছেন সৌরভ দাস (Saurav Das) এবং দর্শনা বণিক (Darshana Banik)। সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ বাঁধবেন টলিপাড়ার এই তারকাজুটি। এখন দুই পরিবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

গত কয়েক বছর ধরেই ইন্ডাস্ট্রির (Tollywood) অন্দরে সৌরভ-দর্শনার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও তাঁরা কখনও সোশ্যাল মিডিয়ার নিজেদের সম্পর্ক নিয়ে কিছু ঘোষণা করেননি। তবে তাই বলে এই চর্চিত তারকাজুটির সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। সেসব কথাকে পাত্তা না দিয়ে এবার সোজা বিয়ের (Marriage) পিঁড়িতে বসছেন তাঁরা।

Darshana Banik aiburobhaat before marriage with Saurav Das

বহু বছর ধরে টলিপাড়ায় কাজ করছেন সৌরভ-দর্শনা। একসঙ্গেও কাজ করেছেন তাঁরা। শোনা যায়, কয়েক বছর আগে তাঁদের সম্পর্কের সূত্রপাত। তবে তাঁরা যে এত তাড়াতাড়ি বিয়ে করে নেবেন একথা অনেকেই ভাবেননি। কিন্তু সেটাই হতে চলেছে। কয়েকদিন পরেই নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন টলিপাড়ার এই সেলেব কাপল।

আরও পড়ুনঃ ওজন বাড়তেই নোংরা কটাক্ষের শিকার! মধ্যমা দেখিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষলেন নতুন মা শুভশ্রী

বিয়ের আগে সম্প্রতি দর্শনাকে আইবুড়োভাত খাওয়ান তাঁর বন্ধুরা। অভিনেত্রী জানতেনই না তাঁর জন্য এই আয়োজন করেছেন তাঁর বন্ধুবান্ধবরা। সেই কারণে আইবুড়োভাতের এলাহি ব্যবস্থা দেখে রীতিমতো থ হয়ে যান তিনি। এত সুন্দর, গোছানো আয়োজন করা হয়েছে দেখে আনন্দে ভরে ওঠে টলি নায়িকার মন।

Saurav Das and Darshana Banik might get married

আইবুড়োভাত উপলক্ষ্যে এলাহি খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন দর্শনার বন্ধুরা। ভাত, ডাল, পোলাও, ফিশ ফ্রাই থেকে শুরু করে লুচি, পমফ্রেট, ইলিশ, মাংস, চাটনি, মিষ্টি- কিচ্ছু বাদ দেননি তাঁরা। প্রসঙ্গত, দর্শনার জন্য এই আইবুড়োভাতের আয়োজন করেছিলেন তাঁর মেক আপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টরা। তাঁদের থেকে এত ভালোবাসা পেয়ে আপ্লুত অভিনেত্রী।

আরও পড়ুনঃ মানাচ্ছে না! পুরনো শ্রাবণকেই চাই, তৃণাকে দেখে ‘লাভ বিয়ে আজকাল’ বয়কটের ডাকে সরব দর্শকরা

ইতিমধ্যেই সৌরভ-দর্শনার বিয়ের কার্ড পাঠানো হয়ে গিয়েছে বলে খবর। বর-কনে দু’জনেই যেহেতু ইন্ডাস্ট্রির নামকরা তারকা তাই তাঁদের বিয়ে যে হাইপ্রোফাইল হতে চলেছে তা আর আলাদা করে বলে দিতে হয় না। বিয়ের পর শহর কলকাতার একটি অভিজাত হোটেলে রিসেপশনের আসর বসবে বলে জানা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥