• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওজন বাড়তেই নোংরা কটাক্ষের শিকার! মধ্যমা দেখিয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষলেন নতুন মা শুভশ্রী

Published on:

Subhashree Ganguly shares a video regarding trollers goes viral on social media

লক্ষ্মীবারেই রাজ-শুভশ্রীর পরিবারে ছোট্ট লক্ষ্মীর আগমন হয়েছে। গর্ভাবস্থার সময়েই শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) বলেছিলেন, এবার একটা মেয়ে চান তিনি। অভিনেত্রীর সেই স্বপ্ন পূরণ হয়েছে। রাজ-পরিবারে একরাশ খুশির হাওয়া বয়ে নিয়ে এসেছে ছোট্ট ইয়ালিনি (Yaalini Chakraborty)। ছেলে ইউভানের নামের আদ্যক্ষরের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন তারকাদম্পতি।

মেয়ের জন্মের পর থেকে খুশির হাওয়া বইছে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিবারে। একরত্তিকে ঘিরেই এখন সময় কাটছে তাঁদের। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় প্রচুর কটাক্ষ শুনতে হয়েছে টলি নায়িকাকে। চেহারা থেকে শুরু করে কেরিয়ার- সব কিছু নিয়ে কটু কথা শুনেছেন রাজ-ঘরণী।

Subhashree Ganguly, Subhashree Ganguly educational qualification

এবার সেই ট্রোলারদের উপযুক্ত জবাব দিলেন শুভশ্রী। মেয়ের জন্মের দু’দিনের মাথায় সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও আপলোড করেন অভিনেত্রী। সেটি দেখেই বোঝা যাচ্ছে, গর্ভাবস্থায় রেকর্ড করা। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টিকারী এই ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, এক মনে চিত্রনাট্য পড়ছেন শুভশ্রী। অন্যদিকে চলছে তাঁর মেক আপ।

আরও পড়ুনঃ মানাচ্ছে না! পুরনো শ্রাবণকেই চাই, তৃণাকে দেখে ‘লাভ বিয়ে আজকাল’ বয়কটের ডাকে সরব দর্শকরা

সেই সময়ই ব্যাক গ্রাউন্ড থেকে ভেসে আসতে থাকে নানান রকমের কুমন্তব্য। কেউ বডি শেমিং করছে শুভশ্রীর। কেউ আবার উপদেশ দিচ্ছেন, বাচ্চার খেয়াল রাখার। অভিনেত্রীর কেরিয়ার নিয়ে খোঁটা দিতেও ছাড়েননি নিন্দুকেরা। কিছু কিছু নেতিবাচক মন্তব্যের স্ক্রিনশট নিজের ভিডিওয় যোগ করেন টলি নায়িকা।

Subhashree Ganguly shares a video regarding trollers

এরপর এগুলোরই পাল্টা জবাব দেন নতুন মা। মুখে কোনও কথা না বলে স্রেফ নিজের মধ্যমা দেখিয়েই শুভশ্রী বুঝিয়ে দেন, তাঁর জীবনে এমন নেতিবাচকতার কোনও স্থান নেই। ইতিমধ্যেই নেটপাড়ায় ব্যাপক ভাইরাল (Viral) হয়ে গিয়েছে টলি ডিভার শেয়ার করা এই ভিডিও (Video)

আরও পড়ুনঃ ডিস্টার্ব করলে লোক জড়ো করতে বাধ্য হবো! টিভির আগেই ফাঁস মেঘের নীলকে অউকাত বোঝানো ধামাকা পর্ব


বলিউড অভিনেত্রী মৌনী রায় কমেন্ট করেছেন, ‘এই জন্যই তো আমরা এত ভালো বন্ধু’। ‘রাঙা বউ’ নায়িকা শ্রুতি দাস আবার লিখেছেন, ‘ওহ জিয়ো’। এছাড়াও শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, আকৃতি কক্কর, ফালাক রাশিদ রায়ের মতো বিনোদন দুনিয়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীরা কমেন্ট করেছেন শুভশ্রীর এই পোস্টে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥