• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ি থেকে ছুঁড়ি ‘ইন্দুবালা’! স্বল্প পোশাকে মম টু বি শুভশ্রীর বোল্ড ছবিতে ঝড় উঠল নেটপাড়ায়

Published on:

Subhashree Ganguly New Photoshoot Viral On Social Media

Subhashree Bold Look Viral on Social Media:  টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। সম্প্রতি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন অভিনেত্রী। পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী অর্থাৎ রাজ ঘরণী শুভশ্রী কিন্তু তুমুল ব্যস্ততার মাঝেও পুরোদস্তর একজন ফ্যামিলি ওম্যান। স্বামী এবং সন্তান ইউভানকে নিয়ে এখন ভরা সংসার তাঁর।

সেই সাথে সদ্য দ্বিতীয় বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন এই সেলেব দম্পতি। ছেলে ইউভেনকে সঙ্গে নিয়ে তাঁর দাদা হওয়ার খবর দিয়েছিলেন ‘রাজশ্রী’ জুটি। আর বর্তমানে এই মাতৃত্বকালীন অবস্থায় ঠিকরে বেরোচ্ছে অভিনেত্রীর অসাধারণ রূপের জেল্লা। তবে বয়সের সাথে সাথে যেন দিনে দিনে আরও বেশি সুন্দরী হচ্ছেন টলি  ডিভা শুভশ্রী গাঙ্গুলী।

টলিউড,Tollywood,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,গর্ভবতী,Pregnant,দ্বিতীয়বার মা,Second Time,রাজ্ চক্রবর্তী,Raj Chakraborty,ইউভান,Yuvan,ফটোশ্যুট,Photoshoot,বোল্ড লুক,Bold Look,ভাইরাল,Viral

দ্বিতীয়বার মা হতে চললেও তাঁকে দেখে কিন্তু তা বোঝার জো নেই একেবারেই। সময়ের সাথে সাথে যেন বয়স কমছে এই টলিউডের ‘ইন্দুবালা’র। সম্প্রতি মাতৃত্বকালীন অবস্থাতেই ওয়ান পিস একটি শর্ট ড্রেসে ফটোশুট করেছিলেন অভিনেত্রী। আর অভিনেত্রীর এই বোল্ড লুক দেখে একেবারে ফিদা তার অসংখ্য পুরুষ অনুরাগী।

সোশ্যাল মিডিয়ায় ফটো শুটের এক গুচ্ছ ছবি দিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘স্লে দ্য ডে’। ক্যাপশনের  মতোই এদিন নজরকাড়া ছিল অভিনেত্রীর লুক। ফুল ছাপা ফ্লোরাল প্রিন্টের একটি শর্ট ড্রেস অভিনেত্রীর সুপারহট লুককে বিশেষ মাত্রা দিয়েছে তাঁর চুলের নতুন স্টাইল।

আরও পড়ুনঃ বাস্তবেই বিয়ের পিঁড়িতে ‘রাঙা বউ’, গোপনেই বিয়ে সারলেন শ্রুতি-স্বর্ণেন্দু, ফাঁস হল ছবি

টলিউড,Tollywood,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,গর্ভবতী,Pregnant,দ্বিতীয়বার মা,Second Time,রাজ্ চক্রবর্তী,Raj Chakraborty,ইউভান,Yuvan,ফটোশ্যুট,Photoshoot,বোল্ড লুক,Bold Look,ভাইরাল,Viral

চুলে মাল্টি কালারের রিবন লাগিয়ে বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেত্রী।কানে কিংবা গলায় কোন গয়না না পরলেও তাঁর সাজ সম্পন্ন করেছে হাতে থাকা একটি ব্রেসলেট। আর এই গোটা সাজকে বিশেষভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে তাঁর পায়ে থাকা খয়রি রঙের জুতো জোড়া। এছাড়া এদিন তাঁর সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছিল চোখ-মুখের হালকা মেকআপ।

আরও পড়ুনঃ ভরা বাজারে বৃদ্ধকে মারধর! ‘স্মার্ট দিদি’ নন্দিনীর ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় নেটপাড়ায়

টলিউড,Tollywood,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,গর্ভবতী,Pregnant,দ্বিতীয়বার মা,Second Time,রাজ্ চক্রবর্তী,Raj Chakraborty,ইউভান,Yuvan,ফটোশ্যুট,Photoshoot,বোল্ড লুক,Bold Look,ভাইরাল,Viral

বিশেষ করে এদিন তাঁর আইশ্যাডোটি বিশেষভাবে নজর কেড়েছে অনুরাগীদের। এমন সুন্দর বোল্ড লুকে বিভিন্ন ধরনের পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।  যা দেখা সত্যিই বোঝা দায়  যে দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী। উল্টে অনুরাগীরা ফিদা হয়ে বলছেন দিনে দিনে বয়স কমছে তাঁদের প্রিয় ‘ইন্দুবালা’ অভিনেত্রী শুভশ্রীর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥