World Tour in One Ticket : বাঙালিরা যেমন খাদ্যরসিক, তেমনই ভ্রমণপিপাসুও (Travel)। ঘুরতে যেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অফিস থেকে বাড়ির একঘেয়ে রুটিনের মাঝে কয়েকটা দিন অন্য কোথাও কাটাতে প্রত্যেকেরই মন চায়। এই পৃথিবীতে কত অজানা দেশ, শহর রয়েছে, সেগুলি দেখতে কমবেশি প্রত্যেকেরই মন চায়। তবে বেশিরভাগ সময়ই বিশ্ব ভ্রমণের (World Tour) পথে বাধা হয়ে দাঁড়ায় বাজেট।
সত্যিই কি এক টিকিটে করা যাবে বিশ্বভ্রমণ?
বিশ্বভ্রমণের স্বপ্ন কমবেশি আমরা প্রত্যেকেই দেখি। তবে সেই স্বপ্ন পূরণ হাতেগোনা কয়েকজন মানুষের। তবে এবার একদম কম খরচে বিশ্বভ্রমণের স্বপ্ন পূরণ করার সুযোগ চলে এসেছে। বিপুল টাকা ব্যয় না করে, শুধুমাত্র একটি টিকিট (Ticket) কেটেই বিশ্বের ১৪০টি দেশ ঘুরে ফেলতে পারেন আপনি। সময় লাগবে মাত্র ১০০১ দিন। লাইফ অ্যাট সি ক্রুজের এমভি লারা ক্রুজ (MV Lara Cruise) বিশ্ব ভ্রমণের এই দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে।
কীভাবে বুকিং করতে হবে?
লাইফ অ্যাট সি ক্রুজের (Life At Sea Cruises) সিইও জানিয়েছেন, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে যারা সামঞ্জস্য বজায় রাখতে চান, এই সফরটি তাঁদের জন্য। কাজের ক্ষতি না করেই যারা ঘুরে বেড়াতে ভালোবাসেন তাঁদের জন্যই ১৩০.০০০ মাইলের এই লম্বা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। ক্রুজেই যাত্রীদের থাকা-খাওয়ার রাজকীয় আয়োজন থাকবে। সেই সঙ্গে জিম, স্পা, পুল, অডিটোরিয়ামও থাকবে। টিকিট বুক করার জন্য, লাইফ অ্যাট সি ক্রুজের ওয়েবসাইটে যেতে হবে।
কোন কোন দেশ দেখতে পাবেন এই সফরে?
তিন বছরের এই দীর্ঘ সফরে বিশ্বের ৭টি মহাদেশ, ১৪০টি দেশ এবং ৩৮২টি বন্দরে থাকবে। ভারতের পাশাপাশি চিন, উত্তম আমেরিকা, রোম, আফ্রিকা, ইউরোগের অনেক দেশ ঘুরতে পারবেন আপনি। এই সফরে দেখতে পাবেন বিশ্বের ১৩টি বিস্ময়। এছাড়া যাত্রায় দীর্ঘ পোর্ট পাবেন যাত্রীরা এবং প্রত্যেক দেশে পর্যাপ্ত সময়ও কাটাতে পারবেন।
আরও পড়ুনঃ আর নয় দীঘা-পুরী! রইল বর্ষায় নামমাত্র খরচে ঘোরার মত ৫ অসাধারণ জায়গার হদিশ
টিকিটের মূল্য কত?
সবকিছু তো জানা গেল, এখন প্রশ্ন হচ্ছে এই টিকিটের মূল্য কত? সেই তথ্যও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। লাইফ অ্যাট সি ক্রুজের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩ বছরের এই সফরের জন্য দু’জনের জন্য প্রত্যেক বছর $৭৭,০২৬ দিতে হবে। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা ৬৩,৭৮,৫২৩ টাকা। এই যাত্রা শুরু হতে এখন হাতেগোনা ৮৫ দিন বাকি আছে। আগামী ১ নভেম্বর ইস্তাম্বুল থেকে ক্রুজটি যাত্রা শুরু করবে।