• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর নয় দীঘা-পুরী! রইল বর্ষায় নামমাত্র খরচে ঘোরার মত ৫ অসাধারণ জায়গার হদিশ

Published on:

Kasol to Namchi five best monsoon travel destination

5 best monsoon Travel Destination : টিপটিপ বৃষ্টিতে (Monsoon) ঘুরতে যেতে কার না মন চায়? বর্ষাকাল আসতে না আসতেই অনেকের মন ঘুরু ঘুরু (Travel Destination) করতে শুরু করে দিয়েছে। এমন সময়ে আপনারও কি ঘুরতে যেতে মন চাইছে? তাহলে অফিস থেকে দু-চারদিনের ছুটি নিয়ে ঘুরে আসতেই পারেন বেশ কিছু মনোরম জায়গা থেকে। আজকের প্রতিবেদনে তাই দু-চারদিনের ছুটিতে ঘুরে আসার মতো এমনই ৫ মনোরম জায়গার নাম তুলে ধরা হল।

নামচি (Namchi)- সিকিমের দক্ষিণ ভাগে অবস্থিত নামচির নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। এই অপূর্ব জায়গায় গেলে মুগ্ধ হবেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনি যদি কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য নানান তুষারশৃঙ্গের মনোরম দৃশ্য দেখতে চান তাহলে নামচি চলে যেতেই পারেন। এছাড়া এখানে রয়েছে ১০৮ ফুট উঁচু এক বিশাল শিব মূর্তি এবং সাঁই বাবার মন্দির।

Namchi, Monsoon travel destination

কসোল (Kasol)- হিমাচলপ্রদেশের কুল্লু জেলার এই শহরের জনপ্রিয়তা সারা দেশে রয়েছে। পার্বতী নদীর উপত্যকায় অবস্থিত কসোলে গেলে আপনি পাহাড় এবং নদীর অপূর্ব মেলবন্ধন দেখতে পাবেন। এখানে গেলে আপনার দৈনিক মাথাপিছু খরচ হবে ১০০০-১২০০  টাকা মতো।

Kasol, Monsoon travel destination

লুংলেই (Lunglei)- মিজোরাম অত্যন্ত সুন্দর একটি জায়গা। এখানে প্রচুর ঘোরার স্থান রয়েছে। এমনই একটি জায়গা হল লুংলেই। এখানকার পাহাড়ি সৌন্দর্য এবং মনোরম আবহাওয়া আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। পকেটে ৮-৭ হাজার টাকা থাকলেই আপনি ঘুরে আসতে পারেন লুংলেই থেকে।

Lunglei, Monsoon travel destination

শ্রীখোলা (Srikhola)- আপনি যদি পাহাড় ঘেরা নির্জন গ্রামে কয়েকটা দিন কাটাতে চান তাহলে শ্রীখোলায় চলে যেতেই পারেন। দার্জিলিং থেকে ৮৭ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে গেলে আপনার মন ভালো হবেই। এছাড়া শ্রীখোলার কাছেই অবস্থিত রিম্বিক। আপনি চাইলে এনজেপি থেকে গাড়ি নিয়ে ঘুম হয়ে শ্রীখোলা চলে যেতে পারেন।

Srikhola, Monsoon travel destination

পঞ্চগনি (Panchgani)- শহর কলকাতার গরম থেকে বাঁচতে আপনি যদি কয়েকটা দিন একটু আরামে কাটাতে চান তাহলে পঞ্চগনি চলে যেতেই পারেন। মুম্বইয়ের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত এই শৈলশহরে একবার গেলে আপনার মন ভালো হয়ে যাবেই।

Panchgani, Monsoon travel destination

মহারাষ্ট্রের পঞ্চগনি মহাবালেশ্বর থেকে ৩০ মিনিট দূরে অবস্থিত। শরীর এবং মনের আরাম চাইলে কয়েকদিনের ছুটি নিয়ে পঞ্চগনি থেকে ঘুরে আসতেই পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥