• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একবার গেলে থেকেই যেতে চাইবে মন! রইল নামমাত্র খরচে ঘোরার মত বাংলার সেরা ৫ ট্যুরিস্ট স্পটের হদিশ

5 Best Travel Destination of Bengal Tourism : বাঙালি মানেই যেমন খাদ্যরসিক, তেমনই ভ্রমণপিপাসুও। ঘুরতে যাওয়ার (Travel Destination) জন্য বাঙালি সবসময় তৈরি। তবে এখনকার সদাব্যস্ত জীবনে টানা ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া যেন একপ্রকার দুষ্কর হয়ে গিয়েছে। সেই জন্যই প্রত্যেকেই কলকাতার (Kolkata) কাছাকাছি দু’দিনের ছুটিতে ঘোরার মতো জায়গার খোঁজ করতে থাকেন। আর পশ্চিমবঙ্গও কাউকে নিরাশ করে না। কারণ সমুদ্র থেকে শুরু করে জঙ্গল, পাহাড়- সব কিছুই রয়েছে এই রাজ্যে। আজকের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের এমনই ৫ সেরা ট্যুরিস্ট স্পটের খোঁজ তুলে ধরা হল আপনার জন্য যেখানে একবার গেলে জুড়িয়ে যাবে শরীর-মন।

দার্জিলিং (Darjeeling) : ইংরেজদের সময় এই শৈল শহর ছিল দেশের গ্রীষ্মকালীন রাজধানী। সবুজে মোড়া এই স্থানের মূল আকর্ষণ হল এখানকার চা বাগান, টয় ট্রেন, রোপওয়ে। দার্জিলিংয়ের কোনও হোটেলে বসে গরম গরম মোমো খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখায় যে সুখ আছে তা খুব কম জিনিসেই পাওয়া যায়।

   

Darjeeling, Best travel destination in West Bengal

সুন্দরবন (Sundarban) : আপনি যদি ছুটির দিনগুলো প্রকৃতির কাছাকাছি একটু নিরিবিলিতে কাটাতে চান তাহলে সুন্দরবন চলে যেতে পারেন। গরান গাছের জঙ্গলে ঘেরা এই জায়গায় গেলে তৃপ্ত হবে আপনার মন। আপনি যদি জঙ্গলের অনুভূতি লাভ করতে চান তাহলে সুন্দরবন চলে যেতেই পারেন।

আরও পড়ুনঃ আর নয় দীঘা-পুরী! রইল বর্ষায় নামমাত্র খরচে ঘোরার মত ৫ অসাধারণ জায়গার হদিশ

Sundarban, Best travel destination in West Bengal

কালিম্পং (Kalimpong) : আপনি যদি পাহাড়প্রেমী হয়ে থাকেন তাহলে কালিম্পংয়েও যেতে পারেন। শান্ত, নিরিবিলি এই হিল স্টেশনের আশেপাশে প্রচুর ছোটছোট গ্রাম রয়েছে। সেই গ্রামগুলিতে যদি একবার যান তাহলে শহরের কোলাহল ভরা জীবনে আর ফিরে আসতে মন চাইবে না।

আরও পড়ুনঃ সকালে বেরিয়ে রাতে বাড়ি, রইল রবিবারে ঘোরার মত তিলোত্তমা কলকাতার সেরা ৫ জায়গার হদিশ

Kalimpong, Best travel destination in West Bengal

ডুয়ার্স (Dooars) : পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে একটি হল ডুয়ার্স। এখানে গেলে একদিকে যেমন আপনি মহানন্দার সৌন্দর্য দেখতে পাবেন, তেমনই অন্যদিকে হাতছানি দিয়ে ডাকবে অভয়ারণ্য। এখানে গেলে আপনি যেমন বন্যপ্রাণীদের বিষয়ে জানতে পারবেন, তেমনই সামসিং, লাটপাঞ্চোর সৌন্দর্যও চুটিয়ে উপভোগ করতে পারবেন।

Dooars, Best travel destination in West Bengal

শান্তিনিকেতন (Shantiniketan) : ‘কবিগুরু’ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন হল পশ্চিমবঙ্গের লুক্কায়িত রত্নগুলির মধ্যে একটি। এই স্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন রবি ঠাকুর।

Shantiniketan, Travel destination near Kolkata during monsoon

‘কবিগুরু’র প্রতি শদ্ধা জ্ঞাপনের জন্য তৈরি ঠাকুরের আশ্রম এবং রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখার ইচ্ছা থাকলে শান্তিনিকেতন চলে যেতে পারেন। এছাড়া চাইলে সোনাঝুড়িতেও কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। মন এবং শরীর দুই-ই জুড়িয়ে যাবে।