• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘকে ছেড়ে কুটনি ময়ূরীকে বিয়ে করবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র মোড়ঘোরানো পর্ব

Published on:

Will Zee Bangla Bengali serial Icche Putul marry Mayuri and give divorce to Megh

Icche Putul Neel going to Marry Mayuri divorcing Megh: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)টিআরপি তালিকায় (TRP List) এই সিরিয়াল কামাল না দেখাতে পারলেও ধারাবাহিকের গল্প নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল ব্যাপক। রোজ গল্পে কোনও না কোনও টুইস্ট আসছে। আর তাতেই বদলে যাচ্ছে কাহিনীর বাঁক। তবে এবার শোনা যাচ্ছে, শীঘ্রই ‘ইচ্ছে পুতুল’এ আসতে চলেছে একটি বিরাট টুইস্ট।

জি বাংলার এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন, নীল (Neel) এবং মেঘের (Megh) ডিভোর্স হতে চলেছে। ননদ গিনির উপকার করতে গিয়েই নষ্ট হয়ে গিয়েছে মেঘ এবং নীলের সম্পর্ক। ময়ূরী (Mayuri) এবং রূপ মিলে মেঘের ওপর চরিত্রের নোংরা বদনাম দিয়েছে। যে কারণে শ্বশুরবাড়ির সবার কাছে মেঘ দুশ্চরিত্রা হয়ে গিয়েছে।

Ichheputul serial Neel's bad Behaviour for Megh makes audience angry

এমনকি বাকি সবার মতো নীলও মেঘকে খারাপ ভেবেছে। সে ভেবেছে, সত্যিই হয়তো মেঘের চরিত্রে কোনও দাগ আছে। আর সেই জন্য স্ত্রীকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে। অপরদিকে স্বামী এবং শ্বশুরবাড়ির কাছ থেকে এত বড় অপবাদ পেয়ে মেঘও প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছে।

শ্বশুরবাড়ি ছেড়ে মেঘ এখন বাপের বাড়িতে এসে উঠেছে। সে ঠিক করেছে নীলকে ডিভোর্স দিয়ে আবার নতুন করে নিজের জীবন শুরু করবে। এসবের মাঝেই শোনা যাচ্ছে, ময়ূরীকে বিয়ে করতে চলেছে নীল! একথা শোনার পর স্বাভাবিকভাবেই দর্শকরা প্রচণ্ড অবাক হয়ে গিয়েছেন।

আরও পড়ুনঃ মিশকার মুখে ঝামা, বিপদ থেকে ফিরেই দীপাকে কাছে টেনে নেবে সূর্য! টিভির আগেই ফাঁস আগাম পর্ব

Ichcheputul Megh will give divorce to neel new promo on air

‘ইচ্ছে পুতুল’র আসন্ন পর্বে দেখানো হবে, মিনি চায় ময়ূরীর সঙ্গে নীলের বিয়ে হোক। এমনকি নীলের বাড়ির অনেক সদস্যও কুটনি ময়ূরীকেই নিজেদের ছেলের বউ হিসেবে দেখতে চায়। এমনকি আজ নীল ময়ূরীকে তার নিজের বাড়িতে গাড়ি করে ছেড়ে দিয়ে আসবে।

আরও পড়ুনঃ বাঙালি হয়েও কেন মাথায় রাখতেন কাশ্মীরি টুপি? রইল মান্না দে’র এই স্টাইলের নেপথ্যের আসল কাহিনী

তাহলে কি শেষ পর্যন্ত মেঘকে ছেড়ে ময়ূরীকেই বিয়ে করবে নীল? গল্পের মোড় কি সেদিকেই ইঙ্গিত করছে? বাড়ির সবার আশা পূরণ করতে গিয়ে ময়ূরীকেই নিজের স্ত্রী বানাবে সে? নেটপাড়ায় শুরু হয়েছে এমনই একাধিক জল্পনা। আর এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আসন্ন পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥