• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার মুখে ঝামা, বিপদ থেকে ফিরেই দীপাকে কাছে টেনে নেবে সূর্য! টিভির আগেই ফাঁস আগাম পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa saves Surjya from Mishka’s goons

Anurager Chhowa Surja will take back Deepa: এই মুহূর্তে বাংলা টেলি দুনিয়ায় রাজত্ব করছে শুধুমাত্র একটি ধারবাহিক (Bengali Serial), সেটা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রত্যেক সপ্তাহে বেঙ্গল টপার হচ্ছে সূর্য (Surjya) দীপার (Deepa) সিরিয়াল। রোজ গল্পে কোনও না কোনও টুইস্ট আসছে। এই মুহূর্তে যেমন সিরিয়ালের মূল কাহিনী আবর্তিত হচ্ছে ছোট্ট সোনা আর রূপাকে ঘিরে।

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে দেখানোও হয়েছে, মিশকার (Mishka) ষড়যন্ত্রে শহর থেকে দূরে একটি সুনসান জায়গায় মাথা ফেটে মরণাপন্ন অবস্থায় পড়ে রয়েছে সূর্য। তার পার্স থেকে শুরু করে টাকা সবকিছু নিয়ে পালিয়েছে দুই গুন্ডা (Goons)। এরপর ব্যাঙ্ক থেকে সেনগুপ্ত বাড়িতে ফোন আসায় বিপদ আঁচ করতে পারে দীপা। এরপরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে পাওয়া জায়গায় ছুটে যায় সে।

Anurager Chhowa, Anurager Chhowa Deepa

অপরদিকে মিশকা নিজের গুন্ডাদের ফোনে না পেয়ে সেনগুপ্ত বাড়িতে চলে আসে। তখন সে জানতে পারে সূর্য এখনও বাড়ি ফেরেনি। এরপর সেনগুপ্ত বাড়ির সকলে মিশকাকে তাড়িয়ে দেয়। তখনই বাড়ির সবাই বুঝতে পারে দীপা বাড়িতে নেই। এরপর একজন পরিচারিকা জানায়, দীপা একটা ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছে।

ওদিকে আবার দীপার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় সে নিজেও বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারে না। অপরদিকে আহত সূর্যকে কিছু লোক ঠেলাগাড়িতে তুলে অন্য একটি জায়গায় নিয়ে যায়। ফলে দীপা তন্ন তন্ন করে খোঁজার পরেও সূর্যকে পায় না। শেষমেষ অনেক খোঁজার পর সেই বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয় দীপার।

আরও পড়ুনঃ দীপা-জগদ্ধাত্রী সাবধান, সবাইকে চমকে দিচ্ছে ‘ফুলকি’, TRP তালিকা দেখেই মাথায় হাত দর্শকদের

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Deepa

তার কাছ থেকে সে সূর্যর কথা জানতে পারে। এরপর সূর্যর কাছে গিয়ে তার অবস্থা দেখে দীপা কান্নায় ভেঙে পড়ে। এরপর গ্রামের সবাই মিলে সূর্য-দীপাকে একটি ঘরে নিয়ে যায় এবং আহত সূর্যকে শ্যিয়ে দেয়। দীপা স্বামীর মাথায় কাছে বসে থাকে। ওদিকে আবার ঘোরের মধ্যে সূর্য একবার দীপা আরেকবার সোনার নাম নিতে থাকে।

আরও পড়ুনঃ ছেলের সাথে ফুলশয্যার খাটে শুয়েও শান্তি নেই! শিমূলের গয়না হাতানোর ফন্দি শাশুড়ির, চটে লাল দর্শকরা

স্বামীর এই অবস্থা দেখে দীপা মনে মনে বলে, সে থাকতে সূর্যর কোনও ক্ষতি হতে দেবে না। তাহলে কি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরার পর দীপাকে কাছে টেনে নেবে সূর্য? নিজের ভুল বুঝতে পারবে সে? আপাতত সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের পরবর্তী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥