যতদিন যাচ্ছে ততই উত্তেজনা বাড়ছে দর্শকদের মধ্যে ইচ্ছে পুতুল (Icche Putul) সিরিয়ালকে নিয়ে। বর্তমানে জি বাংলার (Zee Bangla) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম এটি। মেঘের নেওয়া একটা চরম সিদ্ধান্তের জেরে ভীষণ কষ্টে রয়েছে বাবা মা থেকে স্বামী নীলও। ইতিমধ্যেই বেশ কিছুদিন হল হাসপাতালের বিছানায় পড়ে রয়েছে মেঘ। কিন্তু জ্ঞান ফেরেনি, তবে কি সত্যিই মেঘের মৃত্যু দিয়ে শেষ হবে ইচ্ছে পুতুল? মিল হবে না মেঘ নীলের? এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শকদের মনে।
শুরু থেকেই বোন মেঘের সংসারে আগুন লাগানোর জন্য উঠে পরেলেগেছিল ময়ূরী। যখনই একটু সুখের মুখ দেখার কথা ছিল, তখনই মেঘ-নীলের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। নীলকে পাওয়ার জন্য এতটাই নিচে নেমে গিয়েছে যে বিয়ের আগেই নিজেকে বিলিয়ে দিয়েছিল। এটা যার পর নিজের মা পর্যন্ত মেয়ের নিচু মানসিকতা বুঝতে পেরেছে। আজ যখন কেউই ময়ূরীকে বিন্দুমাত্র বিশ্বাস করে না তখন জিষ্ণুর সাথে অপবাদ দিয়ে মেঘকে শেষ করাই জীবনের লক্ষ বানিয়ে ফেলেছে সে।
নীলের বোন গিনির সাথে শয়তান রূপের বিয়ের ব্যবস্থা করেছিল ময়ূরী নিজেই। মেঘ বারবার সাবধান করার চেষ্টা করলেও তাকে বিশ্বাস করেনি কেউ। তবে বিয়ের পর দিন থেকেই গিনি বুঝতে পারে কতবড় ভুল করেছে সে। এরপর দিনেরপর দিন অত্যাচারিত হতে থাকে গিনি। যেটা মেঘের নজরে পরে ও নীল গিয়ে বোনকে উদ্ধার করে আনে। এরপরেই ভুল ভেঙে নীলের পরিবারের মেঘ কখনোই ক্ষতি চায়নি, বরং ভালো চেয়েছিল।
আরও পড়ুনঃ নায়িকার বান্ধবী হতেই চাইনি! পর্ণা জেলে যেতেই ‘নিম ফুলের মধু’ নিয়ে বিস্ফোরক পর্দার রুচিরা সৌমি
সব জানার পর যখন সকলের নজরে খারাপ হয়ে যায় তখন প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে ময়ূরীর মনে। রূপের সাথে প্ল্যান করে মেঘ ও জিষ্ণুকে এক রিসোর্টে নিয়ে যায় ময়ূরী। তারপর সেখানে ওয়েলকাম ড্রিঙ্কের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে বাবা-মা থেকে মিডিয়ার সামনে দুজনকে বদনাম করে দেয়। এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল মেঘ, যার ফলস্বরূপ নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয় সে। এরপর থেকেই হাসপাতালে সে, বর্তমানে কোমায় আচ্ছন্ন মেঘ।
আরও পড়ুনঃ ‘হ্যাঁ দীপাকে ভালোবাসি’, অর্জুনকে মারতে তেড়ে গেল সূর্য! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব
একদিকে যখন মেঘকে নিয়ে চিন্তিত তাঁর পরিবার সহ দর্শকদের তখনই নেটপাড়ায় রটেছে সিরিয়াল শেষ হওয়ার খবর! এর আগে খড়কুটো থেকেই শ্রীময়ী এর মত জনপ্রিয় ধারাবাহিকেও নায়ক/নায়িকার কঠিন রোগভোগের পর মৃত্যু দেখানো হয়েছে। তবে কি টিআরপি কমে যাওয়ায় মেঘের মৃত্যু দিয়ে শেষ হবে ইচ্ছে পুতুল? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী দিনেই।