• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘হ্যাঁ দীপাকে ভালোবাসি’, অর্জুনকে মারতে তেড়ে গেল সূর্য! টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

বাঙালি পরিবারে সন্ধ্যা মানেই কাজকর্ম সেরে টেলিভিশনের সামনে হাজির দর্শকেরা। আর পছন্দের সিরিয়ালের তালিকা হলে তাতে শুরুর দিকেই থাকে ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। একসময় সূর্য-দীপার কাহিনীর ধারে কাছেও আসতে পারতো না কেউ। কিন্তু বর্তমানে TRP দেখলি বোঝা যায় জনপ্রিয়তা কমেছে অনেকটাই। তবে এখনও সেরা দোষের তালিকায় আছে অনুরাগের ছোঁয়া।

হাজার বাধাবিপত্তি পেরিয়ে সূর্য-দীপা এক হলেও সেই সুখ ছিল ক্ষণিকের। মিশকার চক্রান্তে আবারও আলাদা হয় দুজনে, আর বর্তমানে যে ট্র্যাক চলছে তা দেখার থেকে সিরিয়াল শেষ করে দেওয়া শ্রেয় বলে মত নেটিজেনদের। মা হয়ে সোনা-রুপাকে নিজের কাছে রাখতে চাইছে দীপা। অন্যদিকে মেয়েদের কিছুতেই নিজের থেকে আলাদা করতে চায় না সূর্য। এর জন্য মিশকার থেকে সাহায্য নিতেও দ্বিধা বোধ করেনি সে।

   

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya feels jealous seeing Arjun and Deepa together

এদিকে দীপার জীবনেও এসেছে দ্বিতীয় পুরুষ। ছোটবেলার বন্ধু অর্জুন কঠিন সময়ে ছায়ার মত পাশে থাকছে দীপার। এটা কিছুতেই মেনে নিতে পারছে না সূর্য। সূর্যর ধারণা, অর্জুন দীপাকে ভালোবাসে তাই তাকে সাহায্য করে চলেছে। কিন্তু সে নিজেও যে দীপাকেই ভালোবাসে, শুধু পরিস্থিতির চাপে আজ মেয়ে ও স্ত্রীর থেকে আলাদা হয়েছে। তবে নায়ক থেকে খলনায়ক হওয়ার এই ট্র্যাক মোটেই পছন্দ করছেন না দর্শকেরা।

আরও পড়ুনঃ ঈশা বিদেয় হতেই নতুন বিপদ, পর্ণাকে জেল থেকে বাঁচাতে ছুটল ‘বাবুউউ’, ফাঁস তোলপাড় করা পর্ব

সম্প্রতি মিশকার হাতে লেগেছে দীপার উদ্দেশ্যে লেখা অর্জুনের প্রেম পত্র। এই চিঠিই যথেষ্ট সূর্যকে উস্কে দেওয়ার জন্য, আর ঠিক তেমনটাই করেছে মিশকা। এরপর অর্জুনকে সেনগুপ্ত বাড়িতে ডেকে এনে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ যেখানে রনংদেহি রূপে দেখা যাচ্ছে সূর্যকে। অর্জুন বলছে, ‘দীপার অসম্মান হোক আমি চাই না। কাদা ছুঁড়তে হলে আমার দিকে ছুঁড়ুন। ওর দিকে না।’

আরও পড়ুনঃ নায়ক থেকে গায়ক, জি বাংলার নতুন সিরিয়ালে কামব্যাক ‘উচ্ছে বাবু’ আদৃত রায়ের

এরপর মিশকার উস্কানিতে সূর্য চেপে ধরতেই অর্জুন বলে, ‘হ্যাঁ আমি দীপাকে ভালোবাসি। ছোটবেলা থেকে ভালবাসি।  ১৮ বছর আগেও ভালবাসতাম, আজও ভালবাসি।’ এই কথা নিজের চোখে বলতে দেখা নেয় দীপা। অর্জুন দা যে ভালোবেসে পাশে দাঁড়িয়েছে এটা জানার পর রীতিমত মাথায় বাজে পরে দীপার। এখন আগামী দিনে সম্পর্ক কেমন থাকবে সেটাই দেখার।