• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমদিবসে জুড়বে সূর্য-দীপার ভাঙা সংসার! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ভ্যালেন্টাইন পর্ব

Updated on:

Will Anurager Chhowa serial Surjya Deepa come close again in Valentine’s Day

স্টার জলসায় এখন ভ্যালেন্টাইনস ডে স্পেশ্যাল সপ্তাহ চলছে। ভালোবাসার সপ্তাহে প্রেমে মেতে উঠেছে চ্যানেলের সব জনপ্রিয় জুটি। তবে ব্যতিক্রম ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) ‘সুদীপা’! সূর্য-দীপার সংসার ভেঙেছে অনেক আগেই। ভালোবাসার টান থাকলেও দু’জনের পথ এখন আলাদা। সূর্য এখন অতীতের পিছুটান ভুলে নিজের জীবন গোছাতে ব্যস্ত, অন্যদিকে মেয়েদের নিয়ে লড়াই করে যাচ্ছে দীপা।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সূর্য কোথায় আছে এই বিষয়ে কিছু জানে না দীপা। সূর্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও অবশ্য বিপদের দিনে সেনগুপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে সে। একা লড়াই করে লাবণ্য-প্রবীরদের তাদের বাড়ি ফিরিয়ে দিয়েছে দীপা (Deepa)

Anurager Chhowa latest episode

এদিকে ছোট্ট সোনা-রূপা (Sona Rupa) আবার চায় তাদের মা নতুন করে জীবন শুরু করুক। ইতিমধ্যেই অর্জুনকে নিজেদের ‘ড্যাডি’ হিসেবে মেনে নিয়েছে তারা। যদিও অর্জুন চায় না, দীপাকে তার অমতে বিয়ে করতে। এদিকে দীপাও সূর্যকে (Surjya) ছেড়ে কারোর সঙ্গে সংসার করতে তৈরি নয়। এসবের মাঝেই প্রেমদিবস উপলক্ষ্যে অর্জুন-দীপার জন্য বিশেষ আয়োজন করতে চলেছে সোনা-রূপা।

আরও পড়ুনঃ সূর্যর নতুন নায়িকা হিসেবে ‘অনুরাগের ছোঁয়া’য় এন্ট্রি! ইরা আসলে কে? আসল পরিচয়টা চমকে দেবে

ইতিমধ্যেই স্টার জলসার তরফ থেকে ‘অনুরাগের ছোঁয়া’র ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day) স্পেশ্যাল প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দীপার মুখে হাসি ফোটানোর জন্য সুন্দর করে ঘর সাজিয়েছে সোনা-রূপা। দীপা যখন জিজ্ঞেস করে, এই আয়োজন কে করেছে? তখন তারা বলে, অর্জুন সবটা করেছে। একথা শুনে অবাক হয়ে যায় অর্জুনও (Arjun)।

Anurager Chhowa Valentine's day special episode

একদিকে যেমন সোনা-রূপার দৌলতে একটু একটু করে কাছাকাছি আসছে অর্জুন-দীপা, তেমনই সূর্যর জীবনে এন্ট্রি নিয়েছে নতুন নায়িকা ইরা (Ira)। সে সূর্যকে গোলাপ দিয়ে তার সঙ্গে কফি ডেটে যাওয়ার অনুরোধ করে। তবে সূর্য সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। কারণ তার হৃদয় জুড়ে এখনও শুধু দীপাই রয়েছে। এদিকে দর্শকরাও ইরার এই ব্যবহার বিশেষ পছন্দ করছেন না।

আরও পড়ুনঃ বিয়ের আসরে মেঘকে গুলি করতে গিয়ে ধরা পড়লো ময়ূরী! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র রুদ্ধশ্বাস অন্তিম পর্ব

দর্শকরা চাইছেন, প্রেম দিবসে ফের কাছাকাছি আসুক সূর্য-দীপা। জুড়ে যাক তাদের ভাঙা সংসার। তাহলে কি দর্শকদের দাবি মেনে ফের দীপার কাছেই ফিরবে সূর্য? প্রেম দিবসে কোন দিকে মোড় নেবে ‘সুদীপা’র সম্পর্ক? আপাতত সেটা দেখার জন্যই মুখিয়ে আছেন সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥