• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যর নতুন নায়িকা হিসেবে ‘অনুরাগের ছোঁয়া’য় এন্ট্রি! ইরা আসলে কে? আসল পরিচয়টা চমকে দেবে

দেখতে দেখতে দু’বছর হয়ে গেল স্টার জলসার পর্দায় ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সফর শুরু হয়েছে। দর্শকদের ভালোবাসায় সদ্য ৬০০ পর্ব সম্পন্ন করেছে এই মেগা। দীর্ঘ এই যাত্রায় সূর্য-দীপার সম্পর্ক একাধিক চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হয়েছে। এখন যেমন আলাদা হয়েছে দু’জনের পথ। আর সেই সঙ্গেই সিরিয়ালে এন্ট্রি হয়েছে সূর্যর নতুন নায়িকা ইরার (Ira)!

স্টার জলসার এই ধারবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, সেনগুপ্ত বাড়ি এবং নিজের পরিবার ছেড়ে সূর্য (Surjya) অনেক দূরে চলে গিয়েছে। অতীতের পিছুটান ভুলে সে নতুন ভাবে জীবন শুরু করতে চায়। এদিকে সোনা-রূপার দাবি, অর্জুনের (Arjun) হাত ধরে নতুন করে নিজের জীবনটা সাজিয়ে নিক দীপা (Deepa)। এসবের মাঝেই ধারবাহিকে প্রবেশ করেছে ডক্টর ইরা নামের একটি চরিত্র।

   

Anurager Chhowa Ira actress Ritu Pyne

সূর্যর আন্ডারে ইন্টার্নশিপ করছে ইরা (Doctor Ira)। তবে অল্প সময়ের মধ্যেই সূর্যর প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে তার। সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, সূর্যর ঘর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেয় ইরা। যদিও তা দেখে বেশ রেগে যায় সূর্য। খুব কম দিনের মধ্যেই দর্শকদের নজর কেড়ে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র এই নতুন অভিনেত্রী। সেই সঙ্গেই অনেকের মনে প্রশ্ন জেগেছে, পর্দার সুন্দরী ইরা বাস্তবে কে?

 আরও পড়ুনঃ টাকার জন্য সব করতে পারে, অর্জুন-দীপার সম্পর্ক নিয়ে খোঁটা দিল জয়! ফাঁস তোলপাড় করা পর্ব

‘অনুরাগের ছোঁয়া’র ডক্টর ইরার আসল নাম হল ঋতু পাইন (Ritu Pyne)। অভিনেত্রীর বাড়ি মেদিনীপুর। তবে কাজের জন্য ঋতু কলকাতায় চলে আসেন। বর্তমানে কর্মসূত্রে এখানেই থাকেন তিনি। স্টার জলসার এই টপার মেগার হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন ঋতু। এর আগে মডেলিং করতেন তিনি।

Anurager Chhowa Ira Ritu Pyne

গত বছর পি সি চন্দ্র গোল্ডলাইটস ডিভা প্রতিযোগিতায় নিজের মিষ্টি হাসির মাধ্যমে সকলের নজর কেড়ে নিয়েছিলেন ঋতু। আদায় করে নিয়েছিলেন ‘মোস্ট বিউটিফুল স্মাইলে’র খেতাব। এরপর পুজোর সময় বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেন তিনি। ঋতুর সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে তাঁর বেশ কিছু ছবি দেখা গেলেও, পরিবার-পরিজন অথবা প্রেমজীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ অন্য নায়িকার ঘনিষ্ঠ রাজ! গায়ে আগুন লাগানোর চেষ্টা শুভশ্রীর?

Anurager Chhowa Ira Ritu Pyne

বর্তমানে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ইরা নামেই পরিচিতি লাভ করছেন ঋতু। সূর্যর সঙ্গে তার দুষ্টুমিষ্টি রসায়ন বেশ পছন্দ করছেন দর্শকদের একাংশ। তাহলে কি আগামী দিনে ইরাকেই দেখা যাবে সূর্যর নায়িকা হিসেবে? সেই উত্তর জানতে আরও কিছুসময় অপেক্ষা করতে হবে সকলকে।