• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার সুপারহিট জুটি হয়েও কেন বিয়ে করেননি উত্তম-সুচিত্রা? এতদিনে ফাঁস হল আসল রহস্য

Published on:

Why Tollywood actor Uttam Kumar and Suchitra Sen never had an affair

বাংলা সিনেমার স্বর্ণযুগের দুই কিংবদন্তি তারকা হলেন উত্তম কুমার (Uttam Kumar) এবং সুচিত্রা সেন (Suchitra Sen)। একসঙ্গে বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। উত্তম-সুচিত্রা আছে মানেই ছবি হিট- একসময় সিনেপ্রেমী মানুষদের মুখে মুখে ঘুরতো একথা। এই দুই তারকার অনস্ক্রিন রসায়ন দেখতে থিয়েটার ভরিয়ে দিতেন দর্শকরা।

‘সাড়ে চুয়াত্তর’, ‘সপ্তপদী’ থেকে শুরু করে ‘হারানো সুর’- উত্তম-সুচিত্রা যে কত কালজয়ী ছবি উপহার দিয়েছেন তা গুনে শেষ করা যাবে না। পর্দায় তাঁদের তাকলাগানো রসায়ন দেখে অনেকেই ভাবতেন, বাস্তবেও হয়তো প্রেম (Affair) করেন এই দুই তারকা। দর্শকদের পাশাপাশি অনেক সমালোচকরাও বিশ্বাস করতেন, ব্যক্তিগত জীবনে সম্পর্ক না থাকলে পর্দায় অমন রসায়ন ফুটিয়ে তোলা সম্ভব নয়।

Uttam Kumar and Suchitra Sen, Agni Pariksha poster controversy

উত্তম-সুচিত্রার প্রয়াণের এত বছর পরেও তাঁদের কেমিস্ট্রি নিয়ে চর্চা হয়। রিল লাইফের মতো রিয়েল লাইফেও কি তাঁরা প্রেম করতেন? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন। একবার এই নিয়ে মুখ খুলেছিলেন ‘মহানায়ক’ নিজে।

আরও পড়ুনঃ বিয়ে করে ছেড়েছেন অভিনয় থেকে দেশ, দুর্গাপুজোয় মন খারাপের কথা শেয়ার করলেন রুশা চ্যাটার্জী

শোনা যায়, উত্তম কুমার নিজের ঘনিষ্ঠ মহলে একবার বলেছিলেন, ‘কে বললো আমি রমার প্রেমে পড়িনি? রমাকে কি ভালো না বেসে থাকা যায়? তবে রমা ভীষণ বুদ্ধিমতী মেয়ে। ও কী বলেছিল জানো? বলেছিল, আমরা যদি প্রেমিক-প্রেমিকা হয়ে পড়ি, তাহলে স্বপ্নের প্রেমিক-প্রেমিকার ইমেজে আঘাত লাগবে। আমাদের সিনেমা তেমন আর চলবে না। দর্শকরা আর আমাদের রোম্যান্টিক জুটি হিসেবে গ্রহণ করবে না’।

আরও পড়ুনঃ হালকা দাড়ি, পরনে পাঞ্জাবীতে উফফ কি লাগছে! বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের মধ্যে সেরা কে?

Uttam Kumar and Suchitra Sen

অন্যদিকে আবার উত্তম কুমারের মৃত্যুর পর একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন। দর্শকদের সামনে কখনও হাজির হননি তিনি। অনেকে মনে করেন, ‘মহানায়ক’র আকস্মিক মৃত্যু সুচিত্রাকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছিল। সেই জন্য সবকিছুর থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন তিনি।

শুধু এটুকুই নয়, শোনা যায়, ঘনিষ্ঠ মহলে ‘মহানায়িকা’ এও বলেছিলেন, ‘উত্তম নেই, আমার আর সবার সামনে যাওয়ার কোনও মানে নেই’। এসব থেকেই বোঝা যায়, কতখানি ঘনিষ্ঠ ছিলেন টলিপাড়ার এই দুই কিংবদন্তি তারকা। প্রেম না করলেও তাঁরা একে অপরকে যে মন থেকে ভালোবাসতেন এবং সর্বোপরি শ্রদ্ধা করতেন তা এখান থেকে পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥