• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে করে ছেড়েছেন অভিনয় থেকে দেশ, দুর্গাপুজোয় মন খারাপের কথা শেয়ার করলেন রুশা চ্যাটার্জী

Updated on:

Bengali serial actress Roosha Chatterjee will celebrate Durga Puja in abroad with husband

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রুশা চ্যাটার্জী (Roosha Chatterjee)। একাধিক আইকনিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ‘ওগো বধূ সুন্দরী’ থেকে শুরু করে ‘তোমায় আমায় মিলে’ হয়ে ‘শ্রীময়ী’- রুশার ঝুলিতে রয়েছে একাধিক মেগায় কাজের অভিজ্ঞতা। এবার সেই অভিনেত্রীই পুজোয় (Durga Puja) উদাস হয়ে বসে আছেন!

বিয়ের পর রুশার এটা প্রথম পুজো। এই পরিস্থিতিতে সাধারণত আনন্দে-উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে থাকে নতুন বউ। তবে ব্যতিক্তম ‘তোমায় আমায় মিলে’ নায়িকা। দুর্গা পুজোর সময় সারা বাংলা যেখানে মজা করছে সেখানে কেন মন খারাপ রুশার? সম্প্রতি নিজেই সেকথা ফাঁস করেন অভিনেত্রী (Bengali Serial Actress)

Roosha Chatterjee Anuranan Roychowdhury Bengali New year celebration

অনেকেই হয়তো জানেন, বিয়ের পর স্বামীর সঙ্গে বিদেশেই থাকেন রুশা। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার অপর প্রান্ত থেকে দু’জনের নানান ছবি আপলোড করেন অভিনেত্রী। তবে দুঃখের বিষয় হল, এই বছর পুজোতেও বাড়ি ফিরতে পারেননি রুশা। স্বামীর সঙ্গে বিদেশেই রয়েছেন তিনি। আর সেই জন্যই খারাপ লাগছে তাঁর।

আরও পড়ুনঃ মেঘ-ময়ূরী অতীত, নীলের পুজোর পুরোটাই ঐশ্বর্যময়! শারদীয়ার প্ল্যানিং শেয়ার করলেন মৈনাক

কলকাতায় ফিরতে পারলে ঠাকুর দেখার পাশাপাশি কাছের মানুষগুলোর সঙ্গেও দেখা হয়ে যেত রুশার। কিন্তু প্রবাসে দুর্গাপুজো দেখতে পারলেও ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা করাটা অধরা থেকে যাবে। আর সেই জন্যই মন খানিক আনচান করে উঠেছে রুশার।

আরও পড়ুনঃ বন্ধ হয়ে যাচ্ছে নন্দিনী দিদির পাইস হোটেল! পুজোর আবহে একি খবর শোনালেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী

Roosha Chatterjee and Anuranan Roy Chowdhury, Roosha Chatterjee marriage, Roosha Chatterjee husband

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কাছের মানুষদের সঙ্গে পুজোর দিন তোলা একটি ছবি শেয়ার করে রুশা লেখেন, ‘দুর্গা পুজো এমন একটি আবেগ, যার ভিন্ন মানে রয়েছে। নিজের পরিবারের থেকে বহু দূরে নতুন পরিবারের সঙ্গে রয়েছি। তবে ভিড়টা ভীষণ মিস করছি। লাউড স্পিকার, রাতভর আড্ডা আর সবচেয়ে বড় কথা খাবারের কথা খুব মনে পড়ছে। সকলকে জানাই দুর্গাপুজোর অভিনন্দন’।


রুশা অবশ্য একা নন, এমন অনেক বাঙালি আছেন যারা পুজোর সময়ও বাড়ি ফিরতে পারেননি। লাইন দিয়ে ঠাকুর দেখা, কাছের মানুষদের সঙ্গে আড্ডা কিছুই হয়নি তাঁদেরও। অভিনেত্রীর পোস্ট দেখার পর অনেকেই জানিয়েছেন সেকথা। ‘তোমায় আমায় মিলে’ নায়িকার পুজো স্পেশ্যাল এই পোস্ট দেখে তাঁরাও যে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তা এখান থেকেই পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥