• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জীবনে একাধিক নারী এসেছে তবুও অবিবাহিত! কেন আজও বিয়ে করেননি ‘পটকা’ অম্বরীশ?

Published on:

Why Tollywood actor Ambarish Bhattacharya did not marry

Ambarish Bhattacharya talks about Marriage : ‘রাজা অ্যান্ড গজা’র গজা হোক, ‘খড়কুটো’র পটকা হোক বা ব্যোমকেশের অজিত- সব চরিত্রই অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তোলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে বারবার সকলকে মুগ্ধ করেছেন তিনি। তাঁর অভিনয় দেখলে সবসময় মনে হয় এই চরিত্র যেন শুধু তাঁর জন্যই লেখা হয়েছে। এহেন অভিনেতা দেবের আসন্ন সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’এ (Byomkesh O Durgo Rahasya) অজিতের চরিত্রে অভিনয় করে ফের চর্চার কেন্দ্রে উঠে এসেছেন।

বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’এ অভিনয় করেছেন দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এবং অম্বরীশ। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় দু’দশক কাটিয়ে ফেলেছেন ছোটপর্দার ‘পটকা’। টেলিভিশন সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পাওয়া শুরু হলেও এখন টলিউড (Tollywood) এবং ওয়েব দুনিয়াতেও চুটিয়ে কাজ করছেন তিনি। তবে এখনও তাঁর ঘিরে যে প্রশ্নটা অনুরাগীদের ভাবায় সেটা হল, কেন তিনি বিয়ে (Marriage) করলেন না?

Ambarish Bhattacharya, Ambarish Bhattacharya marriage, why Ambarish Bhattacharya did not marry

টলিউড ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলরদের মধ্যে একজন হলেন অম্বরীশ। তবু তাঁর প্রেম জীবন নিয়ে কোনও চর্চা-আলোচনা শোনা যায়নি। তবে সম্প্রতি ব্যোমকেশের অজিত হওয়ার পর অম্বরীশের প্রেম জীবন নিয়ে চর্চা শুরু হয়েছে। অজিত এবং অম্বরীশের ‘নারী বর্জিত’ জীবনের মধ্যে মিল খুঁজে পেয়েছেন অনেকে। যদিও অভিনেতার কথায়, তাঁর জীবন ‘নারী বর্জিত’ নয়, বরং ‘স্ত্রী বর্জিত’।

এক সংবাদমাধ্যমের কাছে অম্বরীশ খোলাখুলি বলেন, ‘আমার অনেক নারী বান্ধবী আছে। তাই আমি আসলে অজিতের মতো নই। আমি অনেকের থেকে বেশি নারী চরিত্র বুঝি এবং নারীদের বিষয়ে আমার আগ্রহও রয়েছে’। এর আগেও এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন তিনি বোহেমিয়ান লাইফস্টাইলে অভ্যস্ত। বিয়ে করে সংসার করার চেয়ে অভিনয় করে বেঁচে থাকাকেই বেছে নিয়েছেন তিনি।

 আরও পড়ুনঃ শ্যুটিং সেটে চুলোচুলি দুই নায়িকার! তৃণা-সোহিনীর ঝগড়ায় বন্ধ শ্যুটিং, তোলপাড় গোটা টলিউড

Ambarish Bhattacharya, Ambarish Bhattacharya marriage, why Ambarish Bhattacharya did not marry

আরও পড়ুনঃ এখনও বিছানায় সক্ষম, ‘পাঁচবার করেছি…’, বিয়ে নিয়ে আবারও বিস্ফোরক কবীর সুমন!

এছাড়া অম্বরীশ জানিয়েছিলেন, তিনি মানুষের সঙ্গে মিশতে বেশ পছন্দ করেন। খুব কম বয়স থেকেই যাত্রা এবং নাটকের সুবাদে নানান জায়গায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ হয়েছিল তাঁর। মানুষ দেখতে বেশ পছন্দ করেন এই টলি অভিনেতা। অম্বরীশের কথায়, তিনি নিজের জীবনে প্রচুর অদ্ভুত মানুষ দেখেছেন। নিজের চরিত্রের মাঝে সেই সকল মানুষদের তিনি ফুটিয়ে তুলতে চান।

বিয়ে করে সংসার করায় আগ্রহী না হলেও, অম্বরীশের জীবনেও একসময় প্রেম এসেছিল। কিন্তু সেই প্রেম টেকেনি। এখন টলিউড ইন্ডাস্ট্রির একজন নামী অভিনেতা হলেও তিনি নিজের জীবনের পুরনো দিনগুলিকে বেশ মিস করেন। যাত্রা-থিয়েটার করার ফাঁকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষ দেখার কথা এখনও বেশ মনে পড়ে অভিনেতার। আর সেই জন্য মাঝেমধ্যেই ফের নিজের সেই পুরনো জীবনে ফিরে যেতে মন চায় অম্বরীশের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥