• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এখনও বিছানায় সক্ষম, ‘পাঁচবার করেছি…’, বিয়ে নিয়ে আবারও বিস্ফোরক কবীর সুমন!

কবীর সুমন (Kabir Suman) এমন একজন ব্যক্তিত্ব যিনি মনের কথা খোলাখুলি বলতে দ্বিধা বোধ করেন না। তিনি কখন যে কী বলে বসেন তা ঠিক নেই। অন্য কারোর কাছে হয়তো যে বিষয়ে কথা বলা অস্বস্তিকর হতে পারে, সেই বিষয়ে নির্দ্বিধায় জনসমক্ষে কথা বলতে পারেন তিনি। সাম্প্রতিক অতীতে একাধিক বিস্ফোরক মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী (Singer)

সঙ্গীত দুনিয়াকে নিজের অসাধারণ সব সৃষ্টি দিয়ে সমৃদ্ধ করেছেন কবীর সুমন। তবে এখন অবশ্য তাঁর বেফাঁস মন্তব্য নিয়েই বেশি চর্চা হয়। কয়েকমাস আগে নিজের ‘বিছানায় সক্ষম’ মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন তিনি। এবার বিয়ে (Marriage) নিয়ে বোমা ফাটালেন ৭৫ বছরের এই সঙ্গীতশিল্পী।

   

Kabir Suman, Kabir Suman on marriage

সম্প্রতি কবীর সুমনের একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে। পঞ্চায়েত ভোটে হিংসার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে খোলা চিঠি লিখেছিলেন অপর্ণা সেনের মতো বিদ্বজ্জনেরা। এবার তারই পাল্টা দিতে গিয়ে সাংবাদিক বৈঠকে বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন গায়ক।

কবীর সুমন সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমি মোট পাঁচবার বিয়ে করেছি। যতবারই বিয়ে করা হোক না কেন, মনে হবে বিয়ে করে ঠিক হয়নি’। এরপর এক সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি পাঁচবার বিয়ে করেছি। আপনি কি বিয়ে করেছেন? বুদ্ধিমান হয়ে থাকলে করবেন না। নাহলে প্রতিবার বিয়ে করে আপনার মনে হবে এটা তো চাইনি। যতবারই পরিবর্তন করুন না কেন পছন্দ হবে না’।

আরও পড়ুনঃ ইংরেজিতে বুলি ছুটলেও আসলে পড়াশোনায় লবডঙ্কা! শ্রীদেবীর সন্তানদের শিক্ষাগত যোগ্যতা হতাশাজনক

Kabir Suman, Kabir Suman on marriage

আরও পড়ুনঃ ৪ মাসের মাথায় ভেঙেছিল সংসার! মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী এখন কোথায় রয়েছে জানেন?

কবীর সুমনের এই মন্তব্য নিয়ে বেজায় চর্চা হলেও তাঁর কাছে এটা অপ্রত্যাশিত কিছু নয়। এর আগেও প্রকাশ্যে বহু মন্তব্য করে সকলকে অবাক করে দিয়েছেন তিনি। কয়েকমাস আগে নিজের জন্মদিনের সময় এনার্জির উৎস সম্বন্ধে বলতে গিয়ে সঙ্গীতশিল্পী বলেছিলেন, কাম, মুক্ত কাম!

এখানেই থামেননি গায়ক। কবীর সুমন আরও বলেছিলেন, তাঁর বয়স হয়েছে। এখন রাতে ভালো করে ঘুম হয় না। তবে এই বয়সেও বিছানায় সক্ষম তিনি। তাঁর এই মন্তব্য নিয়েও সেই সময় জোর চর্চা হয়েছিল। সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার তাঁর বিয়ে বিষয়ক বয়ান নিয়ে চর্চা শুরু হয়েছে।