• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ট্রাকের পিছনে কেন লেখা থাকে ‘হর্ন ওকে প্লিজ’? রোজ দেখলেও ৯৯% লোকেই জানে না আসল কারণ

কাজের সূত্রে হোক বা অন্য কোনো প্রয়োজনে বাড়ির বাইরে সকলকেই বেরোতে হয়। আর রাস্তা ঘটে উঠলে যানজটের ভিড়ে লরির পিছনে নজর গেছে সবারই। লরির পিছনে কখনো কবিতা তো কখনো আবার লেখা থাকে ‘হর্ন ওকে প্লিজ’ (horn OK please)। কিন্তু কেন এমনটা লেখা হয়? এই প্রশ্নের উত্তর ৯৯% মানুষই সঠিক ভাবে দিতে পারবেন না।

অনেকেই হয়তো বলবেন নিশ্চই ট্রাফিক আইনে এমন লেখানোর কোনো বিধান রয়েছে। না, এমন কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই লরি বা ট্রাকের পিছনে ‘হর্ন ওকে প্লিজ’ লেখার। তাহলে কেন এমন লেখা দেখা যায় প্রায় সমস্ত ট্রাকের পিছনেই? এই প্রশ্নের উত্তরই আজ জানাবো আপনাদের এই প্রতিবেদনে।

   

হর্ন ওকে প্লিজ,Horn OK Please

‘হর্ন ওকে প্লিজ’ মানে একটা জিনিস অনেকেই ধরতে পারেন সেটা হল এর অর্থ হ অর্জন দেওয়া। ট্রাকের পিছনে কোনো গাড়ি থাকলে তাকে হর্ন বাজিয়ে সতর্ক করার জন্য এমনটা লেখা থাকে। এর একটা কারণ আগেকার দিনে ট্রাকের দুদিকে সেড মিরর থাকত না। তাই চালকেরা পিছনে গাড়ি এলে অনেক সময় বুঝতে পারত না। এই সমস্যার সমাধানের জন্য হর্ন দেওয়ার কথা লেখা হত। কিন্তু এখানেই শেষ নয়!

আরও পড়ুনঃ জন্মের ৩ দিন পরেই হামাগুড়ি, বলছে কথাও! সদ্যজাতের অবাক কান্ড ভাইরাল নেটদুনিয়ায়

ট্রাকের পিছনে ‘হর্ন ওকে প্লিজ’ এর মধ্যে ‘ওকে’ কথাটির আলাদা একটি অর্থ রয়েছে। কি সেই কারণ? চলুন জেনে নেওয়া যাক। এর জন্য চলে যেতে হবে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়, সেই সময় সমগ্র বিশ্বে ডিজেলের আকাল পরে যায়। তাই জ্বালানির ঘাটতি কমানোর জন্য ট্রাকে বা বলা ভালো কন্টেনার ট্রাকে কেরোসিন ভর্তি করে রাখা হত। আর কেরোসিন কিন্তু দাহ্য পদার্থ, যা নিমেষের মধ্যে দাউ দাউ করে আগুন ধরিয়ে দিতে পারে।

আরও পড়ুনঃ ‘আমি ছাড়ি না…’! মাত্র ৮০ টাকায় মটন থালি, নন্দিনী দিদিকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মিষ্টি দিদির

Truck Horn OK Please

এমতাবস্থায় রাস্তায় কোনো দুর্ঘটনা হলে ট্রাকে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যেত। এই সমস্যার থেকে বাঁচার যে অন্য ও পিছনের অন্যান্য গাড়িকে সতর্ক করার জন্য ‘অন কেরোসিন’। ট্রাকের পিছনে এই লেখা দেখলে তার থেকে দূরত্ব বজায় রাখত অন্য গাড়ি। ‘On Kerosin’ এর শর্ট ফর্ম হিসাবে “OK” লেখা হাত।

প্রসঙ্গত, বর্তমানে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। গাড়ির পিছনে তো বটেই চাইলে চতুর্দিকে ক্যামেরা লাগিয়ে অনায়াসেই দেখে নেওয়া যায়। কিন্তু অতীতে রাস্তায় এখনের মত চওড়া ছিল না। তাই ট্রাকের পিছনে ছোট গাড়ি এলে ওভারটেকের সময় হর্ন বাজিয়ে ট্রাক ড্রাইভারকে সংকেত দিয়ে তারপরেই ওভারটেক করত।