• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মের ৩ দিন পরেই হামাগুড়ি, বলছে কথাও! সদ্যজাতের অবাক কান্ড ভাইরাল নেটদুনিয়ায়

Published on:

This new born baby start to crawl and tries to talk at just 3 days after her birth

যে কোনও সদ্যজাত শিশু (New Born Baby) জন্মের অন্তত ৬ মাস পর হামাগুড়ি (Crawl) দিতে শুরু করে। আর কথা (Talk) বলতে কম করে দেড় থেকে দু’বছর সময় লেগে যায়। কিছু কিছু শিশু অবশ্য কয়েক মাস আগেই কথা বলতে শুরু করে দেয়। কিন্তু তাই বলে মাত্র ৩ দিনের শিশু হামাগুড়ি দিয়ে কথা বলার চেষ্টা করবে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই এক সদ্যোজাতের ভিডিও ভাইরাল (Viral) হয়েছে যা দেখে তাক লেগে গিয়েছে নেটিজেনদের।

আমেরিকার পেনসিলভেনিয়া নিবাসী সামান্থা মিশেল (Samantha Mitchel) কয়েক মাস আগে এক কন্যা সন্তানের জন্ম দেন। ৩৪ বছর বয়সী এই মহিলা সুস্থভাবেই সন্তানকে ভূমিষ্ঠ করেছিলেন। একরত্তি আসার পর আনন্দে মেতে উঠেছিল গোটা পরিবার। কিন্তু কয়েক দিনের মধ্যেই আনন্দ বদলে যায় বিস্ময়ে। পুঁচকের কাণ্ড দেখে অবাক হয়ে যায় সম্পূর্ণ পরিবার।

New born baby crawling after 3 days of birth

জন্মের পর হাসপাতালে শিশুদের সাধারণত কাঁচের বেবিকটে শুইয়ে রাখা হয়। সামান্থার মেয়েকেও সেখানেই শুইয়ে রাখা হয়েছিল। এরপরই ঘটে সেই বিস্ময়কর ঘটনা। দেখা যায়, তিন দিনের সেই শিশু নিজের ছোট্ট ছোট্ট হাতে ভর দিয়ে নিজের গোটা শরীর উল্টে ফেলেছে। সেই সঙ্গেই হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে সে। শিশুর যত্নের জন্য রাখা নার্স প্রথম সেই দৃশ্য দেখেন।

আরও পড়ুনঃ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ইতিহাস গড়ল চন্দ্রযান-৩! রইল শুরু থেকে চাঁদে পৌঁছনোর চমকে দেওয়া জার্নি

Samantha Mitchell daughter

তিন দিনের শিশুরা সাধারণত নিজের হাত-পা নাড়ানো এবং কান্না ছাড়া আর কোনও কিছুই করতে পারে না। নিজে থেকে কাত হয়ে শুতেও কম করে তিন মাস সময় লেগে যায়। সেখানে এই শিশু তিন দিনের মাথাতেই হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি মুখ থেকে এমন একটি আওয়াজ বের করছে যা সাধারণত এক বছর তা তার থেকে একটু বেশি বয়সের বাচ্চারা বের করে।

আরও পড়ুনঃ দু’বছরে পা দিল যশ-নুসরত পুত্র! অদেখা ছবি শেয়ার করতেই ‘মহানায়িকা’র ছেলেকে শুভেচ্ছায় ভরালো নেটপাড়া

সহজে বললে, জন্মের ৭২ ঘণ্টা পর থেকেই হামাগুড়ি দিয়ে কথা বলার চেষ্টা করছিল সেই খুদে। সামান্থা নিজে মেয়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট। এই ‘বিস্ময় শিশু’ যে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥