• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিকিটের টাকা ফেরত চাই! ভারতে হিট হলেও বিদেশে ‘জওয়ান’ দেখেই ক্ষুদ্ধ দর্শক, কেন জানেন?

Published on:

Why England audience claimed ticket price back after watching Shah Rukh Khan’s Jawan

Jawan : গত ৭ সেপ্টেম্বর থেকে ‘জওয়ান’ (Jawan) ঝড় উঠেছে গোটা দেশে। আসলে দেশ বললে ভুল হবে। কারণ ‘জওয়ান’ জ্বরে কাবু এখন গোটা বিশ্ব। রিলিজের ৬ দিনের মধ্যেই ৬০০ কোটি টাকা আয় করে ফেলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) সিনেমা। ভারত তো বটেই, বিদেশের সিনেমাহলেও উপচে পড়ছে দর্শকদের ভিড়। ৪ বছর পর কামব্যাক করেই এক সুবর্ণ ইতিহাস রচনা করেছেন ‘কিং খান’।

‘জওয়ান’ দেখে ফেরার পর প্রায় প্রত্যেকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখের ছবিকে। অ্যাটলি কুমারের পরিচালনা থেকে শুরু করে কলাকুশলীদের অভিনয়, সব কিছু মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল ইংল্যান্ডে (England)। শাহরুখের ছবি দেখে বেরিয়েই টিকিটের (Ticket) টাকা ফেরত চাইতে শুরু করেন দর্শকরা। অথচ ছবিটি তাঁদের ভালোলাগেনি এমনটা কিন্তু নয়। এরপরেই জানা যায় আসল কারণ।

Jawan, England audience claimed ticket price back after watching Jawan

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের একটি প্রেক্ষাগৃহের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ‘জওয়ান’ দেখে বেরিয়ে টিকিটের টাকা (Price) ফেরত নেওয়ার লম্বা লাইন পড়ে গিয়েছে। সিনেমাহল কর্তৃপক্ষের থেকে টাকা ফেরত চাইছেন ক্ষুব্ধ দর্শকরা। সেই ভিডিওর শেষেই জানা যায় দর্শকদের এমন ব্যবহারের নেপথ্য কারণ।

আরও পড়ুনঃ কেন শাহরুখের সাথে কোনো সিনেমা করেননি শ্রীদেবী? কারণ সত্যিই চমকে দেওয়ার মত

Jawan, England audience claimed ticket price back after watching Jawan

আরও পড়ুনঃ আচমকাই ধর্ম বদলে হিন্দু থেকে মুসলিম! ক্যাটরিনার স্বামী ভিকিকে নিয়ে তোলপাড় নেটপাড়া

আসলে ইংল্যান্ডের সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ সিনেমা বিরতির পর থেকে দেখানো শুরু হয়েছিল। যে কারণে বিরতির সময়েই শেষ হয়ে যায় ছবি। অর্থাৎ ছবির প্রথম অংশ দেখানোই হয়নি দর্শকদের। স্বাভাবিকভাবেই বিরতির সময় সকলের মনে প্রশ্ন জাগে, ভিলেন তো মরেই গেল, তাহলে দ্বিতীয় অংশে আর কী দেখানো হবে? তখনই সামনে আসে আসল গল্প।


‘জওয়ান’র প্রথম অংশ চালানো হয়নি বুঝতে পারার পরেই রে রে করে তেড়ে ওঠেন দর্শকরা। সিনেমা হল কর্তৃপক্ষের থেকে প্রত্যেকে টাকা ফেরত চান। সেই জন্য পড়ে যায় লম্বা লাইন। ভিডিও-টি শেয়ার করে এক দর্শক জানিয়েছেন, শাহরুখের ছবি দেখতে গিয়ে যা অভিজ্ঞতা হল তা তাঁর গোটা জীবনেও হয়নি!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥