• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন শাহরুখের সাথে কোনো সিনেমা করেননি শ্রীদেবী? কারণ সত্যিই চমকে দেওয়ার মত

Published on:

Reson why Bollywood actress never worked with Shah Rukh Khan

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার হলেন শ্রীদেবী (Sridevi)। অপরদিকে ইন্ডাস্ট্রির ‘বাদশা’ নামে খ্যাত শাহরুখ খান (Shah Rukh Khan)। নেপোটিজম ভরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের প্রতিভার জোরে সাম্রাজ্য বিস্তার করেছেন এই দুই তারকা। দর্শকমহলে একজনের পরিচিতি ‘রোম্যান্স কিং’ নামে, দ্বিতীয়জন আবার জনপ্রিয় ‘সৌন্দর্যের রানী’ হিসেবে। তবে শুনলে অবাক হবেন, বি টাউনের এই দুই তারকা কিন্তু কখনও একসঙ্গে জুটি বাঁধেননি।

শাহরুখ যখন কেরিয়ার শুরু করেন, তখন শ্রীদেবী ইন্ডাস্ট্রির পয়লা নম্বর অভিনেত্রী ছিলেন। অল্প সময়ের মধ্যেই শাহরুখও বলিউডে নিজস্ব পরিচিতি তৈরি করে ফেলেন। তৎকালীন প্রায় সব নায়িকাই ‘কিং খান’র সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন। তবে ব্যতিক্রম ছিলেন শ্রীদেবী। শোনা যায়, শাহরুখের সঙ্গে তিনি কখনও অভিনয় করতে চাননি। এই কারণে একাধিক সুপারহিট ছবির (Movie) অফারও রিজেক্ট করেছিলেন ‘মিস্টার ইন্ডিয়া’ নায়িকা।

Sridevi and Shah Rukh Khan, Why Sridevi never worked with Shah Rukh Khan

বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, শাহরুখকে নাকি দু’চোখে সহ্য করতে পারতেন না শ্রীদেবী। নেপথ্যে ছিল যশ চোপড়ার আইকনিক সিনেমা ‘ডর’। এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে রাতারাতি সুপারস্টার হয়ে যান শাহরুখ। অনেকেই জানেন না, ‘ডর’র নায়িকা হিসেবে প্রথমে শ্রীদেবীকেই নিতে চেয়েছিলেন নির্মাতারা। তিনি সেই অফার রিজেক্ট করে দেওয়ায় জুহি চাওলাকে নেওয়া হয়।

আরও পড়ুনঃ ছোটপর্দা থেকে বড়পর্দায় সুযোগ, জগদ্ধাত্রী ছাড়লেন নায়িকা! মাথায় হাত ভক্তদের

শ্রীদেবী এই প্রসঙ্গে একবার বলেছিলেন, ‘বহু সিনেমায় আমি এই রকম চরিত্রে অভিনয় করেছি। আর সেই জন্যই আমার চরিত্রটা ভালোলাগেনি। আমায় যদি শাহরুখের স্থানে কাস্ট করা হতো তাহলে আমি হ্যাঁ বলে দিতাম’। তবে শুধু ‘ডর’ নয়, ‘বাজিগর’ থেকে শুরু করে ‘মোহব্বতে’, শাহরুখের অভিনীত একাধিক সুপারহিট ছবির অফার হেলায় ফিরিয়েছেন শ্রীদেবী।

আরও পড়ুনঃ মিঠাইয়ের থেকে টুকেই বাড়বে TRP! ‘ফুলকি’র নতুন প্রোমো আসতেই কটাক্ষ দর্শকদের

Sridevi and Shah Rukh Khan, Why Sridevi never worked with Shah Rukh Khan

কেরিয়ারের তুঙ্গে থাকাকালীন শুধুমাত্র ‘আর্মি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ-শ্রীদেবী। এই সিনেমায় ক্যামিও রোলে দেখা গিয়েছিল ‘বাদশা’কে। এরপর ২০১৮ সালে শাহরুখের ‘জিরো’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেন শ্রীদেবী। প্রসঙ্গত, এই বছরই প্রয়াত হয়েছিলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥