• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই ধর্ম বদলে হিন্দু থেকে মুসলিম! ক্যাটরিনার স্বামী ভিকিকে নিয়ে তোলপাড় নেটপাড়া

Published on:

Viki Kaushal Upcoming Web Series The Great Indian Family Trailer out now

Viki Kaushal : বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’ বলা হয় ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশলকে (Vicky Kaushal)। স্বামী-স্ত্রী দু’জনেই ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা। কেরিয়ারের নিরিখে ক্যাটরিনার জুনিয়র হলেও নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে খুব কম সময়েই দর্শকমনে স্থান করে নিয়েছেন ভিকি। বাবা শ্যাম কৌশল নামী স্টান্ট ডিরেক্টর হলেও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের প্রতিভার জোরে জায়গা করেছেন তিনি। সম্প্রতি সেই ভিকির ধর্ম নিয়েই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

আসলে এতদিন সবাই জানতেন, ভিকি হিন্দু। তবে এখন জানা যাচ্ছে, আদতে নাকি অভিনেতা মুসলিম! আর এই খবর সামনে আসার পরেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। তবে এখানেই রয়েছে একটি টুইস্ট। কারণ ভিকির ধর্ম নিয়ে এই বিতর্ক রিল লাইফে নয়, বরং রিয়েল লাইফে হচ্ছে। অভিনেতার আসন্ন সিনেমা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’তে (The Great Indian Family) দেখানো হবে এই কাহিনী।

Vicky Kaushal, The Great Indian Family

২০২০ সালে শ্যুটিং শুরু হয়েছিল এই ছবির। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শেষে তা সম্পূর্ণ হয়ে যায়। শ্যুটিং সম্পূর্ণ হওয়ার প্রায় আড়াই বছরের মাথায় রিলিজ করছে যশ রাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা। ফ্যামিলি-কমেডি ঘরানার এই সিনেমায় ভিকি ছাড়াও অভিনয় করেছেন মানুষী চিল্লার, কুমুদ মিশ্রা, মনোজ পাহওয়া, আসিফ খানের মতো তারকারা। ইতিমধ্যেই ছবির ‘কানাইয়া টুইটার পে আজা’ গানটি ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।

আরও পড়ুনঃ বিয়েতে ফটোগ্রাফার থেকে পর্দার হিরো, ‘তোমাদের রানী’র দুর্জয়ের সংগ্রামের কাহিনী সত্যিই প্রশংসনীয়

‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’তে বেদব্যাস ত্রিপাঠী ওরফে ভজন কুমারের ভূমিকায় দেখা যাবে ভিকিকে। পণ্ডিত পরিবারের ছেলে সে। পুজো-পাঠ করে সংসার চলে তাদের। ছোট থেকেই তাই হিন্দুশাস্ত্রের পাঠ নিয়েছে ভজন। মাতা কি চৌকিতে গান গাওয়াই তার পেশা। কিন্তু আচমকাই একটি উড়ো চিঠির জন্য ওলটপালট হয়ে যায় ভজনের গোটা জীবন।

আরও পড়ুনঃ রবিঠাকুরের নাটকের আধুনিকীকরণ প্রয়োজন, সিরিয়াল নিয়ে বিস্ফোরক বর্ষীয়ান অভিনেত্রী অনুরাধা রায়!

Vicky Kaushal, The Great Indian Family

সেই চিঠিতে লেখা রয়েছে, ৭ ডিসেম্বর যে শিশু জন্মগ্রহণ করেছে সে হিন্দু নয়, সে মুসলিম! আর সেই শিশু হল খোদ ভজন। এই উড়ো চিঠি আসার পর রাতারাতি বদলে যায় ভজনের জীবন, পরিবারের সদস্যরাও মুখ ফিরিয়ে নেয় তার থেকে। এত বাধা টপকে ভজন কি পারবে নিজের পরিবারের মন জয় করে নিতে? উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ রিলিজের পর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥