• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিজেক্ট করেছেন ১৭টা সিরিয়াল, কি কারণে আবারও ছোটপর্দায় কামব্যাক? মুখ খুললেন রোহন ভট্টাচার্য

গত দু’বছর ছোটপর্দা থেকে দূরে ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee)। মাঝে অভিনেতা জানিয়েছিলেন, তেমন ভালো সুযোগ যদি না পান তাহলে টেলিভিশনে কাজ করবেন না। সেই সময়টা সিনেমা, ওয়েব সিরিজের পাশাপাশি জনপ্রিয় একটি রিয়্যালিটি শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। অবশেষে দু’বছর পর ফের নতুন সিরিয়াল (Bengali Serial) নিয়ে কামব্যাক করছেন রোহন।

স্টার জলসার (Star Jalsha) আসন্ন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle) ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে রোহনকে। বিপরীতে থাকছেন নবাগতা অভিনেত্রী অঙ্গনা রায়। আগামী ৩ নভেম্বর থেকে শুরু করে দেব-পারোর কাহিনী। না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আইকনিক ‘দেবদাস’ নয়, বরং উত্তর কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে আসছেন দু’জনে।

   

Tumi Ashe Pashe Thakle, Tumi Ashe Pashe Thakle Paro, Angana Roy

মঙ্গলবার ‘তুমি আশেপাশে থাকলে’র আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এরপরেই এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় রোহনের সঙ্গে। অভিনেতাকে জিজ্ঞেস করা হয় ফের কেন ছোটপর্দায় কামব্যাকের সিদ্ধান্ত নিলেন তিনি? কারণ মাঝখানে রোহন নিজেই বলেছিলেন আর কখনও টেলিভিশনে দেখা যাবে না তাঁকে।

আরও পড়ুনঃ গিনিকে বাঁচাতে গিয়ে রূপের জন্য মৃত্যুর মুখে মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তুলকালাম পর্বের ভিডিও

জবাবে ‘তুমি আশেপাশে থাকলে’ নায়ক বলন, ‘আমি কখনও বলিনি যে আর ছোটপর্দায় কাজ করবো না। আমার একটাই শর্ত ছিল যে গল্পটাও তেমন হতে হবে। তাহলেই রাজি হবো। এমনি এমনি তো গত দু’বছরে আমি ১৭টা ধারাবাহিক ছাড়িনি। তবে আমি এমনই একজন অভিনেতা যিনি একসঙ্গে ছোটপর্দা, সিনেমা এবং সিরিজে কাজ করেছি। এতদিন পর মনের মতো একটা গল্প পেয়েছি। সেটা কি আর ছাড়া যায়!’

আরও পড়ুনঃ ‘আপাতত বিদায়’, আচমকাই সিরিয়াল ছাড়ছেন ‘নিম ফুলের মধু’ অভিনেত্রী! মন খারাপ দর্শকদের

Rohan Bhattacharjee in Tumi Ashe Pashe Thakle

রোহনের আসন্ন সিরিয়াল পরিচালনার দায়িত্ব রয়েছে অনুপম হরির কাঁধে। তিনি বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’রও পরিচালক। এই প্রসঙ্গে অনুপম বলেন, ‘নম্বর ওয়ান সিরিয়াল পরিচালনার চাপ তো একটা থাকে। তবে এখন আমার আরও চাপ, কারণ এই নতুন শো শুরু হচ্ছে। এটা একটা প্রেমের গল্প যেখানে আছে রহস্য এবং কৌতুক। আশা করি, দর্শকদের ভালোলাগবে’।