একঘেয়ে সাংসারিক কুটকচালি এবং পরকীয়ার ভিড়ে একান্নবর্তী পরিবারের কাহিনী নিয়ে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে দত্ত বাড়ির সকলে। সম্প্রতি এই ‘নিম ফুলের মধু’ অভিনেত্রীই আচমকা বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন।
জি বাংলার এই জনপ্রিয় মেগায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস এবং পল্লবী শর্মা। নায়ক-নায়িকা সৃজন-পর্ণার চরিত্রে দেখা যাচ্ছে তাঁদের। রুবেল-পল্লবী ছাড়াও বাংলা টেলিভিশনের আরও বহু খ্যাতনামা শিল্পী কাজ করছেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। লিলি চক্রবর্তী, অরিজিতা মুখোপাধ্যায়, মানসী সেনগুপ্তের (Manosi Sengupta) মতো তারকাদের দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্রে।এবার এই ধারাবাহিক খ্যাত মানসীই আচমকা বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন।
‘নিম ফুলের মধু’ সিরিয়ালে মৌমিতার (Moumita) চরিত্রে অভিনয় করছেন মানসী। খলচরিত্র হলেও দর্শকমনে স্থান করে নিয়েছেন তিনি। সম্প্রতি মানসীই আচমকা সোশ্যাল মিডিয়া থেকে বিরতি (Break) নেওয়ার কথা ঘোষণা করলেন। ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেত্রী।
আরও পড়ুনঃ সূর্য অতীত, স্বয়ম্ভুর সাথে জুটি বাঁধছে দীপা! নতুন সিরিয়াল? ছবি ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া
মানসী নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) লেখেন, ‘ব্যক্তিগত এবং কর্মজীবন সংক্রান্ত বেশ কিছু সমস্যার দরুন আমি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি। কাজের জন্য যোগাযোগ করতে চাইলে দয়া করে আমায় ইমেল করবেন। আমার টিম যোগাযোগ করে নেবে। ধন্যবাদান্তে মানসী’।
আরও পড়ুনঃ মিশকাকে জব্দ করতে হাজির নকল মিশকা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মাথা ঘোরানো পর্ব
এই মুহূর্তে যে কোনও অভিনেতা-অভিনেত্রীর জন্যই সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে বাধ্যতামূলকভাবে নানান রিল ভিডিও পোস্ট করেন এখানে। সেখান থেকে মোটা টাকা আয়ও করেন তাঁরা। তাহলে আচমকা কেন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন মানসী?
View this post on Instagram
সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে পর্দার মৌমিতা বলেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খানিকটা ঘেঁটে আছেন তিনি। তাঁর পার্সোনাল লাইফে বেশ কিছু সমস্যা চলছে। তবে সেগুলিকে প্রকাশ্যে আনতে চান না বলে জানিয়েছেন অভিনেত্রী। আপাতত নিজেকে সময় দিতে বিরতি নিয়েছেন মানসী। ৫ বছরের মেয়ে এবং নিজের কাজ নিয়েই এখন থাকতে চান বলে জানিয়েছেন তিনি।