• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩০ বছরের সম্পর্ক, তবুও কেন ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করলেন না সানি দেওল?

Updated on:

Why Bollywood actor Sunny Deol never married Dimple Kapadia

বলিউড (Bollywood) অভিনেতা সানি দেওল (Sunny Deol) এবং ডিম্পল কাপাডিয়ার (Dimple Kapadia) প্রেম কাহিনী ছিল একসময়কার গসিপের হট টপিক। দুই তারকাই ছিলেন বিবাহিত। দু’জনেরই সন্তান ছিল। কিন্তু তা সত্ত্বেও সব কিছু ভুলে প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। এই নিয়ে সেই সময় কম জলঘোলা হয়নি। সময়ের সঙ্গে সেই বিতর্ক কিছুটা কমলেও, শোনা যায়, এখনও নাকি সানি এবং ডিম্পল সম্পর্কে রয়েছেন।

কীভাবে শুরু হয়েছিল সানি-ডিম্পলের প্রেম?

বলিউডের বেশিরভাগ লাভ স্টোরিই শুরু হয় সিনেমার সেট থেকে। শোনা যায়, সানি এবং ডিম্পলের প্রেম কাহিনীও সেভাবেই শুরু হয়েছিল। একসঙ্গে বহু হিট সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। কাজ করতে করতেই মন দেওয়া নেওয়া হয় দুই তারকার। এমনকি এও গুঞ্জন শোনা যায় যে, ডিম্পলের দুই মেয়ে রিঙ্কি এবং টুইঙ্কল সানিকে নাকি ‘ছোটে পাপা’ বলে ডাকতেন।

Sunny Deol and Dimple Kapadia, Why Sunny Deol never married Dimple Kapadia

তিন দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন সানি-ডিম্পল!

বেশ কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, প্রায় ১১ বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হাঁটেন সানি এবং ডিম্পল। তবে কয়েকবছর আগে দুই তারকার একটি ছবি নেটপাড়ায় ব্যাপক ভাইরাল হয়। সেই ছবিতে দেখা গিয়েছিল, বিদেশের রাস্তায় হাতে হাত রেখে বসে আছেন সানি এবং ডিম্পল। এরপর গুঞ্জন শোনা যেতে থাকে, তাঁদের কোনোদিন ব্রেক আপই হয়নি। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে আছেন দু’জনে।

আরও পড়ুনঃ রিমেকই ভরসা, নতুন কিছু বানানোর ক্ষমতা নেই! রণবীর-আলিয়ার গান নিয়ে বিস্ফোরক আশা ভোঁসলে

Sunny Deol and Dimple Kapadia, Why Sunny Deol never married Dimple Kapadia

কেন ডিম্পলকে বিয়ে করলেন না সানি?

সানি-ডিম্পলের প্রেম কাহিনী শোনার পর অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে, কেন তাহলে অভিনেত্রীকে বিয়ে করলেন না ‘গদর’ অভিনেতা? এই বিষয়েও বলিউডের অন্দরে একাধিক গুঞ্জন শোনা যায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডিম্পল সানিকে বিয়ে করতে চাইতেন। কিন্তু অভিনেতা রাজি ছিলেন না। বিবাহিত হওয়ার দরুন এই সিদ্ধান্ত নিয়েছিলেন ধর্মেন্দ্রর ছেলে।

আরও পড়ুনঃ পাত্তাও পাবে না পুষ্পা-KGF! বক্স অফিসে ঝড় তুলতে তৈরী ‘টাইগার’, প্রকাশ্যে আসতেই ভাইরাল টিজার

Sunny Deol and Dimple Kapadia, Why Sunny Deol never married Dimple Kapadia

ডিম্পলও কোনোদিন ডিভোর্স দেননি রাজেশ খান্নাকে

মাত্র ১৬ বছর বয়সে রাজেশ খান্নাকে বিয়ে করেছিলেন ডিম্পল। কিন্তু খুব বেশিদিন একসঙ্গে সংসার করতে পারেননি তাঁরা। মেয়েদের জন্মের পর রাজেশের থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী। এই সময়কালে সানি দেওলের সঙ্গে সম্পর্কে জড়ালেও অবশ্য স্বামীকে ডিভোর্স দেননি ডিম্পল। খাতায় কলমে এখনও তিনি ‘মিসেস খান্না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥