• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিমেকই ভরসা, নতুন কিছু বানানোর ক্ষমতা নেই! রণবীর-আলিয়ার গান নিয়ে বিস্ফোরক আশা ভোঁসলে

Asha Bhosle react on What Jhumka Remix Version : ভারতীয় সঙ্গীত দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র হলেন আশা ভোঁসলে (Asha Bhosle)। তিনি যে কত আইকনিক গান গেয়েছেন তা গুনে শেষ করা যাবে না। বছরের পর বছর ধরে নিজের সুরের জাদু দিয়ে মোহিত করে রেখেছেন শ্রোতাদের। তবে সম্প্রতি সেই বর্ষীয়ান গায়িকাই রিমেক (Remake) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সঙ্গীত ইন্ডাস্ট্রিতে।

সাম্প্রতিক অতীতে একাধিক জনপ্রিয় রেট্রো গানের রিমেক তৈরি করেছেন বলিউডের (Bollywood) সঙ্গীত পরিচালকেরা। এর মধ্যে কিছু গান শ্রোতাদের পছন্দ হলেও, বেশিরভাগ গানকেই তুলোধনা করেছেন তাঁরা। এবার এই নিয়ে মুখ খুললেন কিংবদন্তি আশা ভোঁসলে। কোনও রকম রাখঢাক না করেই নিজের বক্তব্য রাখেন গায়িকা।

   

Asha Bhosle, Asha Bhosle on remake songs

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে কথা বলার সময় আশা বলেন, ‘যদি সঙ্গীত পরিচালক কিংবা গায়ক-গায়িকাদের নতুন কিছু তৈরি করার ক্ষমতা থাকতো…’। গায়িকার সংযোজন, ‘তাঁদের মধ্যে এই ক্ষমতাটাই নেই। সেই জন্য তাঁরা পুরনো গানকেই নতুনভাবে পেশ করছেন’।

আরও পড়ুনঃ আবারও ধামাকা হবে বক্স অফিসে, ‘আদিপুরুষ’ সুপারফ্লপ হতেই ‘মহাভারত’ তৈরির ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর!

এরপর রণবীর সিং (Ranveer Singh)-আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবির ‘হোয়াট ঝুমকা’ (What Jhumka) গানের উদাহরণ দিয়ে আশা বলেন, ‘আজ ‘ঝুমকা গিরা রে’ কত ভালোবাসা পাচ্ছে। একটা নতুন ছবিতে এই গানটা ব্যবহার করা হয়েছে। তবে আদতে কিন্তু এটা একটা পুরনো গান’।

আরও পড়ুনঃ ‘কানাডা কুমার’ বলার দিন শেষ, ৭৭তম স্বাধীনতা দিবসে প্রথমবার ভারতীয় হলেন অক্ষয় কুমার!

Asha Bhosle, Asha Bhosle on remake songs, Asha Bhosle on What Jhumka

প্রসঙ্গত, আসল ‘ঝুমকা গিরা রে’ (Jhumka Gira Re) গানটি আশা ভোঁসলে গেয়েছিলেন। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘মেরা সায়াঁ’ ছবিতে সেই গানটি ব্যবহৃত হয়েছিল। গানটি কম্পোজ করেছিলেন মদন মোহন এবং লিরিক্স লিখেছিলেন রাজা মেহেদি আলি খান। সেই সময় আশার গাওয়া গানটি ব্যাপক হিট হয়েছিল। আজ প্রায় ৫৫ বছর পর রণবীর-আলিয়ার ছবিতে ‘হোয়াট ঝুমকা’ রূপে ফের সেই গান ব্যবহৃত হয়েছে। অনেকের ভালোলাগলেও, প্রচুর শ্রোতা এও বলেছেন, রিমেক করে আসল গানটির মাধুর্যটাই নষ্ট করে দেওয়া হয়েছে।

site