• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাত্তাও পাবে না পুষ্পা-KGF! বক্স অফিসে ঝড় তুলতে তৈরী ‘টাইগার’, প্রকাশ্যে আসতেই ভাইরাল টিজার

Published on:

Ravi Teja starrer south Indian movie Tiger Nageswara Rao teaser out now

Ravi Teja Upcoming movie Tiger Nageswara Rao teaser : গত দেড়-দু’বছরে বক্স অফিসে রাজত্ব করেছে একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমা (South Indian Movie)। আল্লু অর্জুন, রাম চরণদের জনপ্রিয়তা এখন আর শুধুমাত্র সাউথে সীমাবদ্ধ নেই, গোটা দেশে অনুরাগী রয়েছে তাঁদের। এবার শীঘ্রই সেই তালিকায় যুক্ত হতে চলেছে সাউথ সুপারস্টার রবি তেজার (Ravi Teja) নাম। অভিনেতার আসন্ন সিনেমা ‘টাইগার নাগেশ্বর রাও’র (Tiger Nageswara Rao) টিজার দেখেই সেই ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন অনেকে।

তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন রবি তেজা। দর্শকরা ভালোবেসে তাঁকে ‘মাস মহারাজা’ নাম দিয়েছেন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘সাধারণ মানুষের মহারাজা’। একাধিক ব্লকবাস্টার তেলেগু ছবি উপহার দেওয়া এই অভিনেতাই এবার নিজের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা নিয়ে আসছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘টাইগার নাগেশ্বর রাও’র টিজার (Teaser)।

Tiger Nageswara Rao, Tiger Nageswara Rao teaser

পুরোদস্তুর অ্যাকশন ঘরানার এই ছবিতে রবি তেজা ছাড়াও অভিনয় করেছেন বলিউডের নামী অভিনেতা অনুপম খের (Anupam Kher)। ছবিতে ইন্টেলিজেন্স ব্যুরো অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। টিজারেও ঝলক মিলেছে অনুপমের চরিত্রের। এছাড়াও এই মেগা বাজেট সিনেমায় রয়েছেন অভিনেতা মুরলী শর্মা (Murali Sharma)। তাঁকে দেখা যাবে ডেপুটি সুপারিটেনডেন্ট অফ পুলিশের ভূমিকায়।

আরও পড়ুনঃ ৩০০ কোটির পুরোটাই ঢপ, চরম ফ্লপ ‘গদর ২’! সানি দেওলের সিনেমা বিয়ে বিস্ফোরক কেআরকে

Tiger Nageswara Rao, Tiger Nageswara Rao teaser

‘টাইগার নাগেশ্বর রাও’র প্রোমোয় দেখা যাচ্ছে, মুরলী অভিনীত চরিত্রটি অনুপমকে বলছেন, টাইগারের (রবি তেজা) রাজনীতিবিদের মতো তুখোড় বুদ্ধি, অ্যাথলিটের মতো দ্রুততা এবং সৈনিকের মতো সাহস আছে। ও চাইলে এই তিনটের মধ্যে যে কোনও একটা পেশা বেছে নিতেই পারতো। তবে ও অপরাধের পথ বেছে নেয়।

আরও পড়ুনঃ আবারও ধামাকা হবে বক্স অফিসে, ‘আদিপুরুষ’ সুপারফ্লপ হতেই ‘মহাভারত’ তৈরির ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর!

হাইভোল্টেজ টিজারেই বলা হয়েছে, মাত্র ৮ বছর বয়সে প্রথম খুন করেছিল টাইগার। এরপর থেকে সেই হত্যালীলা আর থামেনি। জানা গিয়েছে, রবি তেজার প্রথম প্যান ইন্ডিয়া ছবি বাস্তবের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ১৯৭০ সালের প্রেক্ষাপটে বানানো হয়েছে এই সিনেমা। রবি, অনুপম, মুরলী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন। আগামী ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই বহুপ্রতীক্ষিত ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥