• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেন ছোট থেকে আজও একই হেয়ার স্টাইল আরাধ্যার? আসল কারণ চমকে দেওয়ার মত!

Published on:

Why Aishwarya Kept Aradhya Bacchan Hair Style same for years

Why Aaradhya Bacchan Hair Style is same for years: বলিউড (Bollywood) নামটা শুনলেই সুপারস্টারদের কথা মাথায় চলে আসে। তবে শুধুই তারকারা নয়, সাথে তাদের সন্তানদের নিয়েও চলে বেশ মাতামাতি। মূলত সুহানা খান, সারা আলী খান, জাহ্নবী কাপুর, তৈমুর আলী খান, আরিয়ান খান এদের নিয়েই আলোচনা শোনা যায়। তবে আরও কিছু ষ্টারকিড রয়েছেন যারা লাইমলাইট থেকে কিছুটা দুরত্ব বজায় রাখতে পছন্দ করে। এমনই একজন হলেন ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন (Aradhya Bacchan)

অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে বিয়ের করার পর ২০১১ সালে মা হন ঐশ্বর্য। দেখতে দেখতে ১২ বছর বয়স হয়ে গিয়েছে আরাধ্যার। তবে ইন্ডাস্ট্রির বাকি ষ্টারকিডদের থেকে একেবারেই আলাদা সে। বাকিদের যেখানে কমবেশি ক্যামেরার সামনে দেখা গেলেও, আরাধ্যার ক্ষেত্রে সেটা নেই বললেই চলে। এর কৃতিত্ব অবশ্য মা ঐশ্বর্য্য রাইয়ের প্রাপ্য।

Aishwariya Rai Bachhan ,Aaradhya Bachhan

মায়ের সাথেই বহুবার দেখা গিয়েছে আরাধ্যাকে। বিমানবন্দর থেকে রেস্তোরা, এমনকি অনুষ্ঠানেও মা-বাবার সাথেই দেখা মেলে তাঁর। যার জেরে সর্বদা মেয়েকে আগলে রাখে বলা হয় ঐশ্বর্য্যকে। বলিপাড়ায় তাই হাসাহাসিও কম হয় না। নেটপাড়াতেও মাঝে মধ্যেই ট্রোলিং শোনা যায় তাকে নিয়ে।

ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যেকটি ছবি প্রকাশ্যে এসেছে, তার সিংহভাগের মধ্যেই আরাধ্যার চুলের স্টাইল একই রকম। বাকিরা যেখানে নিত্যনতুন হেয়ারকাট, ফ্যাশনে মত্ত সেখানে আরাধ্যার চুলের স্টাইল একই রয়ে গিয়েছে। কাঁধ পর্যন্ত কাটা চুলই ঐশ্বর্য্য রাইয়ের মেয়ের স্টাইল। কিন্তু এই স্টাইলই কেন জানেন?

আরও পড়ুনঃ মাত্র ১৭ বছরেই মা হয়ে গেছিলেন রানী মুখার্জী, জানেন এখন কেমন দেখতে সেই মেয়ে?

Aishwarya Rai Bacchan,Aaradhya Bacchan,Aishwarya Rai daughter,Aaradhya Bacchan Hair Style,Aaradhya Hair Cut,আরাধ্যা বচ্চন,ঐশ্বর্য রাই বচ্চন,ঐশ্বর্য্যর মেয়ে আরাধ্যা,আরাধ্যা বচ্চনের চুলের স্টাইল

আরও পড়ুনঃ ভারতীয় সিনেমার সবচেয়ে দামি নায়ক! ‘পুষ্পা ২’ এর জন্য কত কোটি দর হাঁকালেন আল্লু অর্জুন?

আপনার মত অনেকের মাথাতেই এই প্রশ্ন ঘোরাফেরা করেছে। কেউ কেউ তো এমনও সন্দেহ করেন যে কপাল থেকে রাখার জন্যই হয়তো মেয়েকে এমন হেয়ার কাটিং করান ঐশ্বর্য্য। তবে এসব ট্রোলিংয়ের কোনো প্রভাবই পড়েনি। মা হিসাবে মেয়েকে নিজের মত করেই বড় করতে চান ঐশ্বর্য্য।

প্রসঙ্গত, ষ্টারকিডদের সিংহভাগই বলিউডে আসে। তাই অনেকেই অপেক্ষায় রয়েছেন আরাধ্যার বড় হওয়ার। হয়তো শাহরুখ কন্যা সুহানা, সইফ কন্যা সারার মত আরাধ্যাও বলিউডে পা রাখবে। তবে সেদিন এখন সময়ের অপেক্ষা। আর তখনই হয়তো নতুন রূপে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতনিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥