বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে হাতেগোনা যে কজন বাঙালি শিল্পীরা রাজত্ব করেছেন তাঁদের মধ্যে রানী মুখার্জি (Rani Mukerji) অন্যতম। নব্বইয়ের দশকের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। নিজের রূপ এবং তুখোড় অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন এই বঙ্গ তনয়া। মাত্র ১৬ বছর বয়সে বাংলা ছবি ‘বিয়ের ফুল’র (Biyer Phool) হাত ধরে কেরিয়ার শুরু হয় রানীর, এরপর বলিউডে পা রাখেন তিনি।
তবে অনেকেই জানেন না, এই বঙ্গ তনয়া মাত্র ১৭ বছর বয়সে প্রথম মা হয়েছিলেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। ‘রাজা কি আয়েগি বারাত’ (Raja Ki Aayegi Baraat) সিনেমায় একজন ধর্ষিতা মেয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয়েছিল রানীর। এরপর আমির খানের সঙ্গে ‘গুলাম’ সিনেমায় অভিনয় করেন এই বাঙালি অভিনেত্রী। তবে রানীর কেরিয়ারের মোড় ঘুরে যায় ‘কুছ কুছ হোতা হ্যায়’র (Kuch Kuch Hota Hai) হাত ধরে।
করণ জোহরের এই সিনেমায় ‘টিনা’ চরিত্রে অভিনয় করে রাতারাতি আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন রানী। তবে ‘কুছ কুছ হোতা হ্যায়’তে অভিনয় করতে গিয়েই নাকি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন বঙ্গ তনয়া। সম্প্রতি এই ছবি নিয়ে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন তিনি।
রানী বলেন, তাঁর কাছে যখন ‘কুছ কুছ হোতা হ্যায়’র অফার এসেছিল তখন তাঁর বয়স মাত্র ১৭ বছর। খুব অল্প বয়সেই এই ছবিতে মা হতে হয়েছিল তাঁকে। অভিনেত্রীর কথায়, মাত্র ১৭ বছর বয়সে মায়ের চরিত্রে অভিনয় করাটা তাঁর কাছে একেবারেই সহজ ছিল না। প্রথমে ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন তিনি। যদিও ছবিতে সন্তান জন্ম দেওয়ার পরে পরেই ‘টিনা’র মৃত্যু হয়। নাহলে পুরো সিনেমায় তাঁকে সন্তানের মায়ের চরিত্রে দেখতেন দর্শকরা।
আরও পড়ুনঃ পরিচয় গোপন রেখেই পাঠাতেন গোলাপ, আরডি বর্মন ও আশা ভোঁসলের প্রেমকাহিনী যেন সিনেমা!
আরও পড়ুনঃ বলিউডের পর্দায় সবথেকে বেশিবার ধর্ষিত হয়েছেন, দেখুন তো এই অভিনেত্রীকে চেনেন কি না?
রানী ছাড়াও এই আইকনিক হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং কাজল। বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল সলমন খানকে। অপরদিকে শাহরুখ এবং রানীর মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শিশু শিল্পী সানা সইদ।
পর্দায় মাত্র ১৭ বছরে মা হলেও, বাস্তবে ৪০-র কাছাকাছি বয়সে মা হয়েছেন রানী। মেয়ে আদিরাই এখন অভিনেত্রীর সব। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে ফেলার পর এখন খুব বেছে বেছে সিনেমা করেন এই বঙ্গ তনয়া। রানীকে শেষ দেখা গিয়েছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে।