• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতীয় সিনেমার সবচেয়ে দামি নায়ক! ‘পুষ্পা ২’ এর জন্য কত কোটি দর হাঁকালেন আল্লু অর্জুন?

Published on:

South Indian actor Allu Arjun Pushpa 2 fees becomes India’s 3rd highest paid actor

Pushpa 2 Movie Allu Arjun Fees: ব্লকবাস্টার ‘পুষ্পা’র (Pushpa) হাত ধরে রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে গিয়েছিলেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। এখন তাঁর জনপ্রিয়তা শুধুমাত্র সাউথ কিংবা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা বিশ্বে অনুরাগী রয়েছে অভিনেতার। ‘পুষ্পা’র আকাশছোঁয়া সাফল্যের পর এবার ‘পুষ্পা ২’ (Pushpa 2) নিয়ে আসছেন নির্মাতারা। এই ছবির জন্য দু’হাতে টাকা খরচ করছেন নির্মাতারা। জানেন, আসন্ন এই সিনেমার জন্য কত কোটি টাকা পারিশ্রমিক (Fees) নিচ্ছেন আল্লু অর্জুন?

২০২১ সালে কোভিডের আবহেও বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পুষ্পা’ ছবিটি। প্রায় ৩৬৫ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। আল্লু অর্জুনের অঙ্গভঙ্গি থেকে শুরু করে সংলাপ- সবকিছু দর্শকদের মন জয় করে নিয়েছিল। ‘পুষ্পা’ দেখার পর থেকে ছবির সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিলেন সিনেপ্রেমী মানুষরা। অবশেষে তাঁদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

Pushpa 2, Allu Arjun Pushpa 2 fees 2

ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘পুষ্পা ২’র টিজার। জানা যাচ্ছে, প্রায় ৪৫০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে সিনেমা। এখনও জোরকদমে চলছে ছবির শ্যুটিং। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, আগামী বছর প্রেক্ষাগৃহে রিলিজ করবে আল্লুর এই ছবি।

‘পুষ্পা’র পর ‘পুষ্পা ২’তেও আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে ‘শ্রীভল্লি’ রশ্মিকা মান্দানাকে। এছাড়া শোনা যাচ্ছে, চমক হিসেবে দেখা যেতে পারে দক্ষিণী সুন্দরী সাই পল্লবীকে। পাশাপাশি প্রথম পর্বের মতো সিক্যুয়েলেও দেখা মিলবে মালায়ালম ইন্ডাস্ট্রির সুপারস্টার ফাহাদ ফাসিলের। শোনা যাচ্ছে, ব্লকবাস্টার এই দক্ষিণী সিনেমার বেশ কিছু দৃশ্যের শ্যুটিং হতে পারে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়।

আরও পড়ুনঃ সত্যজিতের ‘নায়ক’ ছবির রিমেক বানাবেন দেব! পুজোর আগেই ভক্তদের বিরাট সুখবর দিলেন অভিনেতা

Pushpa 2, Allu Arjun Pushpa 2 fees

আরও পড়ুনঃ জনপ্রিয়তায় টেক্কা দেবেন অমিতাভ বচ্চনকেও! ‘গদর ২’ ছবিতে ভিলেন হচ্ছেন এই বলি তারকা

‘পুষ্পা ২’ টিজার দেখেই বেশ বোঝা গিয়েছে, এই ছবিতে বেশ অন্যরকম লুকে দেখা মিলবে আল্লু অর্জুনের। টিজারে দেখানো হয়েছে, পুষ্পার গায়ে ৮টি গুলি লেগেছে। এরপর একমাস কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। সেই জন্য সবাই তাঁকে এক প্রকার মৃতই ধরে নিয়েছে। কিন্তু পুষ্পা আসলে বেঁচে রয়েছে। টানটান উত্তেজনায় ভরপুর টিজারের পর এবার ট্রেলারের অপেক্ষায় বসে আছেন দর্শকরা।

ভরপুর অ্যাকশন এবং রোমাঞ্চে ভরপুর ‘পুষ্পা ২’র জন্য সুপারস্টার আল্লু অর্জুন কত কোটি পারিশ্রমিক নিয়েছেন জানান? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘পুষ্পা’র জন্য ৪৫ কোটি টাকা নিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। সিক্যুয়েলের জন্য সেই পারিশ্রমিক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, ‘পুষ্পা ২’র জন্য প্রায় ৮৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। সেই সঙ্গেই ভারতের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হয়ে গিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥